সিএনজি স্টেশনে বন্ধ গ্যাস সরবরাহ, দুর্ভোগ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-গত পক্ষকালের বেশিদিন ধরে কার্যত বন্ধ হয়ে রয়েছে সিএনজি স্টেশন।ফলে চরম বিপাকে পড়েছেন গ্যাসচালিত যানবাহনের মালিক ও চালকরা।দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।সমস্যা নিরসনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের তরফে তৎপরতা চলছে বলে খবর। জানা গেছে,পরবর্তী দিন দুয়েকের মধ্যে সংকট পুরোপুরি মোচন হয়ে যাবে। আপাতত সংকট মোচনে শেষ পর্যায়ের কাজ চলছে। ইতোমধ্যে এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এসে গেছে।কাজ চলছে বিকল হওয়া যন্ত্র সারাইয়ের।এর জন্য বিভিন্ন যন্ত্রাংশ প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রাপ্ত খবর অনুসারে রাজ্যের রাজধানী শহর আগরতলার মধ্যাংশের কৃষ্ণনগর-কদমতলিস্থিত সিএনজি স্টেশনটি আংশিক বন্ধ হয়ে রয়েছে অন্তত পনেরোদিন ধরে।স্টেশনের গ্যাস সরবরাহকারী দুটি কম্প্রেসার যন্ত্রের একটি পুরোপুরি বিকল হয়ে আছে। এর ক্রেনসাট নামের যন্ত্রাংশ ভেঙে গেছে।ফলে এই কম্প্রেসার যন্ত্রটি অকেজো হয়ে রয়েছে।এই পরিস্থিতিতে বাকি একটি কম্প্রেসার দিয়ে গ্যাস সরবরাহের কাজ চলছে কোনওরকমে।তাতে যানবাহনের চালক ও মালিকদের টানা দুর্ভোগ সয়ে আসতে হচ্ছে।এর মধ্যে রবিবার বিকালে অপর কম্প্রেসার যন্ত্রটিও অকেজো হয়ে যায়।জানা গেছে,এর বৈদ্যুতিক সংযোগে গোলযোগ দেখা দেয়।এ কারণে এর মাধ্যমে গ্যাস সরবরাহ করাও অসম্ভব হয়ে দাঁড়ায়। এমতাবস্থায় পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে এই সিএনজি স্টেশনটি।রবিবার বিকাল থেকে যানবাহনে পাইপলাইন গ্যাস সরবরাহকারী সিএনজি স্টেশনটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট মহলে দুর্ভোগ আরও বেড়েছে।জানা গেছে, রাজ্যের রাজধানী শহর আগরতলা সহ অন্যান্য অংশের পাইপলাইন গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড তথা টিএনজিসিএলে এ নিয়ে দৌড়ঝাপ চলছে।প্রথমে অকেজো হওয়া গ্যাস সরবরাহকারী কম্প্রেসার যন্ত্র সারাইয়ের লক্ষ্যে বহিঃরাজ্য থেকে এর বিকল যন্ত্রাংশ ক্রেনসাফ্‌ট সহ অন্যান্য যন্ত্রপাতি ইতোমধ্যে রাজ্যে এসে গেছে।এগুলি যথাস্থানে 3 যথাযথভাবে জুড়ে দেওয়ার কাজ চলছে বেশ কিছুদিন ধরে।এই কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।এমতাবস্থায় স্টেশনের অপর গ্যাস সরবরাহকারী কম্প্রেসার যন্ত্র বিকল হওয়ায় নয়া সংকট দেখা দেয়।এর বৈদ্যুতিক সংযোগ দূর করার কাজও শুরু হয়েছে। কোম্পানি সূত্রে পাওয়া খবরে জানা গেছে,এই কাজ শেষ হতে রবিবার রাত গড়িয়ে যাবে।সোমবার সকালে এর বৈদ্যুতিক সংযোগজনিত ত্রুটি সারাই করে ফের গ্যাস সরবরাহের জন্য উপযুক্ত করে তোলা যাবে বলে সূত্রের আশা।সেক্ষেত্রে গত প্রায় পক্ষকালের মতো স্টেশনটি ফের খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে শুরু করবে সোমবার সকাল থেকে।একটি গ্যাস সরবরাহকারী কম্প্রেসার যন্ত্র দিয়ে বিভিন্ন যানবাহনে কোনও রকমে গ্যাস সরবরাহ শুরু করা যাবে সোমবার থেকে।তবে অপর যন্ত্রটি সারাই করতে সোমবার গড়িয়ে যাবে নিশ্চিতভাবে। নতুন করে বিপত্তি দেখা না দিলে মঙ্গলবার পরীক্ষামূলকভাবে চালানো যাবে যন্ত্রটি।সেক্ষেত্রে বুধবারের আগে উল্লেখিত সিএনজি স্টেশনটি ফের পুরোদমে চালু হয়ে যাবে। নতুন করে বিপত্তি দেখা দিলে অবশ্য এই সময় গড়িয়ে যেতে বৃহস্পতিবার অথবা শুক্রবার। কৃষ্ণনগরের সিএনজি স্টেশনে বিপত্তি দেখা দেওয়ায় চাপ পড়েছে শহরের মিলনচক্রস্থিত স্টেশনটিতে। একই সঙ্গে দুর্ভোগ বেড়েছে যানবাহনের মালিক ও চালকদের।

Dainik Digital

Recent Posts

নিঃসঙ্গ পাকিস্তান!!

আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…

8 mins ago

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…

13 mins ago

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

5 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

14 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

14 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

22 hours ago