সিডসিতে সুদীপ।
অনলাইন প্রতিনিধি :- বিধায়ক সুদীপ রায় বর্মণকে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে রবিবার তার এই মনোনয়নের কথা জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটিকে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি শ্রীবমণকে এই পদে আসীন করায় দলের সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ শীর্ষনেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি আশিস কুমার সাহা শ্রীবর্মণের এই পদোন্নতিতে সর্বভারতীয় স্তরে ত্রিপুরার গুরুত্ব আরও অনেক বৃদ্ধি পেলো বলে মনে করেন। তিনি আরও বলেন, যে এই প্রথম ত্রিপুরা রাজ্য থেকে কোনও কংগ্রেস সদস্যকে সর্বভারতীয়
জাতীয় কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটি তথা নীতিনির্ধারণ কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে স্থান দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে তাই সোমবার দুপুর ১২ টায় প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিধায়ক সুদীপ রায় বর্মণকে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান পিসিসি সভাপতি।