সিনিয়র লীগে স্থগিতাদেশ উচ্চ আদালতে যাচ্ছে টিএফএ।

 সিনিয়র লীগে স্থগিতাদেশ উচ্চ আদালতে যাচ্ছে টিএফএ।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-এগিয়ে চলো সংঘের তীব্র প্রতিবাদের পরিপ্রেক্ষিতে টিএফএর ভারপ্রাপ্ত সচিব পার্থসারথি গুপ্তকে তাঁর দায়িত্ব থেকে সরানো না হলেও তার ক্ষমতা কমিয়ে দেওয়া হলো। শ্রীগুপ্তকে টিএফএর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে বহাল রেখে আইনগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তাঁর হাত থেকে সরিয়ে অপর যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকারকে দেওয়া হয়েছে।সোমবার সন্ধ্যায় টিএফএর অফিস বেয়ারারদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তের বিষয়টি ইতিমধ্যে এগিয়ে চলো সংঘকে জানিয়ে দিয়েছে টিএফএ। এ বিষয়ে টিএফএর সভাপতি প্রণব সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, টিএফএর ভারপ্রাপ্ত সচিব হিসেবে আপাতত দায়িত্ব সামলাবেন পার্থসারথি গুপ্ত।তবে আইনগত বিভিন্ন বিষয়গুলো সবটাই দেখবেন যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার।এগিয়ে চলো সংঘকে টিএফএর সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানান, ২০২২-এ ডিভিশন লীগ চ্যাম্পিয়নশিপ নিয়ে সিভিল জজ কোর্টের রায়কে (স্থগিতাদেশ) চ্যালেঞ্জ জানিয়ে টিএফএ মাননীয় জেলা আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে। এদিকে তাদের তীব্র প্রতিবাদসত্বেও টিএফএর ভারপ্রাপ্ত সচিব পদে যুগ্ম সচিব পার্থসারথি গুপ্তকে বহাল রাখার টিএফএর সিদ্ধান্তকে মানতে নারাজ এগিয়ে চলো সংঘ। এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত জানান তারা টিএফএ সিদ্ধান্তে খুশি নন। তারা পরবর্তী পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.