সিপাহিজলাতে ১০ হাজার লাখপতি দিদি : প্রতিমা!!
অনলাইন প্রতিনিধি :-পিএম বিশ্বকর্মার অধীনে সমাজের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী যেমন – তাঁতি, নাপিত,বিভিন্ন ধরণের মিস্ত্রি সহ অন্যান্যরা বিনা গ্যারান্টারে এক লক্ষ টাকা লোন পাবেন।তাদের ব্যবসার জন্য প্রধানমন্ত্রীই গ্যারান্টার। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার কাঁঠালিয়া আরডি ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিকশিত ভারত সংকল্প যাত্রার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারত সরকারের সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এমনই বলেছেন।তিনি আরও বলেন,দেশে দুই লক্ষ মহিলাদের লাখপতি করার সংকল্প নিয়েছেন মোদিজি,আমাদের সিপাহিজলা জেলাতেই দশ হাজার লাখপতি দিদি রয়েছেন।সেলফ- হেলফ তথা স্বসহায়ক দলের মধ্য দিয়ে মায়েদের হাতে টাকা পৌঁছে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। তাছাড়াও কৃষিকাজে নারীদের অত্যাধুনিক সুবিধা প্রদানে শুরু হয়েছে নমো ড্রোন।মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকাজে সার এবং কীটনাশক প্রয়োগে ড্রোন ব্যবহার সম্পর্কে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন,ত্রিপুরায় বিগত সরকারের আমলে নেতা মন্ত্রীদের আত্মীয় পরিজন না হলে সরকারী সুযোগ সুবিধা কপালে জুটত না।আর এখন দেশের প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকেই প্রধানমন্ত্রীর আত্মীয়,দেশবাসীই তার পরিবার।তাই মোদি সরকারের সমস্ত সুযোগ সুবিধা সবার বাড়িতে তিনি পৌঁছে দিচ্ছেন এই গ্যারান্টি গাড়ির মাধ্যমে।তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদির গ্যারান্টি গাড়ি প্রতিটি পুর পরিষদ, পঞ্চায়েত, ভিলেজ কমিটিতে পৌঁছে যাচ্ছে।গ্যারান্টি গাড়ি থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো গ্রহণ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন, আয়ুষ্মান কার্ড, কৃষক সম্মান নিধি, উজ্জ্বলা গ্যাস যোজনা, মুদ্রা লোন,সোয়েল হেলথ কার্ড,প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা,সেলফ হেল্ফ গ্রুপের লোন এইসব প্রকল্পের জন্য যারা এখনও নিজেদের নাম নথিভুক্ত করেননি তাদের নাম আগামী ২৫ জানুয়ারীর মধ্যে নথিভুক্ত করতে আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।বিকশিত ভারত সংকল্প যাত্রা – কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে গোটা দেশের সাথে ত্রিপুরার বিভিন্ন শহর এলাকা,গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে চলছে এই যাত্রা।আইইসি ভ্যান তথা মোদি গ্যারান্টি গাড়ির মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে তথ্য প্রচার সহ বিভিন্ন পরিষেবা শিবিরের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলায় শহর এলাকা,গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে এই অভিযান চলছে।