সিপাহিজলা চিড়িয়াখানায় অভুক্ত মাংসাশী প্রাণীরা
গোমাংস সরবরাহকারীর সীমাহীন দুর্নীতির ফলে দুদিন অভুক্ত থাকতে হয়েছে চিড়িয়াখানার প্রাণীদের। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য ঘটনা । আর সিপাহিজলা চিড়িয়াখানায় এটা নিত্যনৈমিত্যিক ঘটনা ৷ সিপাহিজলা চিড়িয়াখানার রুটিন অনুযায়ী শুক্রবার পশুপাখিদের অভুক্ত রাখা হয় অর্থাৎ ফাস্টিং-ডে। কিন্তু শনিবার যথারীতি খাবার দেওয়ার কথা
থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষের। দেখা গেছে অন্যান্য দিনের মতো এদিন আর গোটা বিশালগড় মহকুমা এলাকা জুড়ে কোন অসুস্থ কিংবা মৃত্যুর প্রহর গুনছে এমন গরু পাওয়া যায়নি। যার ফলে এদিন চিড়িয়াখানায় প্রাণীদের গো-মাংস সরবরাহ করা হয়নি। শনিবার সকালে তাদের খাবার ব্যবস্থা করার কথা থাকলেও সকাল গড়িয়ে বিকেল হয়ে গেলেও পশুদের খাবারের কোনও ব্যবস্থা হয়নি। ফলে শনিবার বিকেল পর্যন্ত অভুক্ত থাকতে হয়েছে সিপাহিজলা অভয়ারণ্যের চিতা, সিংহ, শেয়ালসহ অন্যান্য মাংসাশী প্রাণীদের। এ বিষয়ে সিপাহিজলা চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত পশু চিকিৎসক তথা অভয়ারণ্যের খাদ্য পর্যালোচক কমিটির চেয়ারম্যান ডা. কেশব দেবনাথকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, হ্যাঁ, ঘটনাটি সঠিক, তবে পশুদের অভুক্ত রাখা হবে না। আমরা ইতিমধ্যেই কথা বলে পোল্ট্রি মোরগের মাংসের ব্যবস্থা করা হয়েছে পশুদের সরবরাহ করার জন্য। ফলে তার বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে সিপাহিজলা চিড়িয়াখানার পশুপাখিরা কতটা সুখে আছে।