সিপিএমকে কাঠগড়ায় তুলে অপপ্রচারের নিন্দা জানালেন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ফের অভাবের তাড়নায় সন্তান বিক্রির ঘটনার খবরে তোলপাড় রাজ্য প্রশাসনে।পরে দেখা যায় সন্তান বিক্রির খবর পুরোটাই ভুয়ো এবং জলজ্যান্ত মিথ্যা।

একেবারে পরিকল্পিত এবং বদ উদ্দেশ্যেই সন্তান বিক্রির ভুয়ো খবর ছড়ানো হয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।তিনি এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান।শুধু তাই নয়, এই ধরনের অপপ্রচার ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত এবং সরকারকে কালিমালিপ্ত করার জন্য তিনি বিরোধী দল সিপিএমকে কাঠগড়ায় তুলেন ৷

ঘটনার বিবরণে প্রকাশ, দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া ভিলেজের রামরাইবাড়ি রোয়াজা পাড়ার বাসিন্দা লক্ষ্মীরাম ত্রিপুরার স্ত্রী কর্মতি ত্রিপুরা গত ২১ডিসেম্বর জিবি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন।গর্ভবতী থাকাকালীন কর্মতি ত্রিপুরা অসুস্থ ছিলেন।সন্তান জন্ম দেওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।সন্তানকে বুকের দুধ খাওয়াবেন এই পরিস্থিতি পর্যন্ত ছিল না।এই পরিস্থিতিতে সদ্যোজাত শিশুটির লালন পালন এবং যত্নের জন্য কর্মতি ত্রিপুরা তার পুত্র সন্তানকে তারই নিকট আত্মীয় অর্থাৎ কর্মতি ত্রিপুরার ননদ মুনিরুং ত্রিপুরার কাছে দেয়।কিন্তু দুর্ভাগ্য কর্মতি ত্রিপুরা আর সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেননি।সন্তান জন্মের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও কর্মতি ত্রিপুরাকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় কর্মতি ত্রিপুরার জিবি হাসপাতালে মৃত্যু হয়।এই ঘটনাকেই পরবর্তীকালে অভাবের তাড়নায় শিশু বিক্রি করে দেওয়া হয়েছে বলে একটি মহল থেকে প্রচার শুরু করা হয়।বৃহস্পতিবার দুই একটি সংবাদপত্রে সেই খবর প্রকাশিত হয়।

এই খবর দেখেই এদিন সকালেই জোলাইবাড়ির বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, শান্তিরবাজার এবং মনুর দুই বিধায়ক, রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, শাস্তিরবাজার মহকুমা শাসক, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ একঝাক প্রশাসনিক আধিকারিক আভাংছড়ায় লক্ষ্মীরাম ত্রিপুরা এবং প্রয়াত কর্মতি ত্রিপুরার বাড়িতে যায়। পরিবারের সাথে কথা বলার পর পুরো বিষয়টি সামনে আসে এবং সন্তান বিক্রির ঘটনা পুরোপুরি অসত্য বলে দাবি করে পরিবারের লোকজনেরা।পিতা লক্ষ্মীরাম ত্রিপুরার কাছেই রয়েছে তাদের পুত্র সন্তানটি।বাড়িতে যাওয়ার পর দেখা যায় লক্ষ্মীরামের বাড়িতেই রয়েছে তিনটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, বিদ্যুৎ,জল সবই রয়েছে।রয়েছে রেশন কার্ড। পরিবারে তেমন কোনও অভাব নেই।মোটামুটি স্বচ্ছল পরিবার।স্ত্রী’র অকাল মৃত্যুর পর লক্ষ্মীরাম নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছেন।প্রকৃত ঘটনা জানার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সংবাদ মাধ্যমের সামনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান।তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে সরকারকে বদনাম করতেই এই ধরনের অপপ্রচারকে হাতিয়ার করেছে সিপিএম। কিন্তু রাজ্যবাসী তাদের সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল।এই ধরনের মিথ্যা বদনাম করে কেন্দ্র এবং রাজ্য সরকারকে বদনাম করা যাবে না।এদিকে, বাম বিধায়ক দীপঙ্কর সেন সহ সিপিএমের একটি প্রতিনিধি দলও এদিন আভাংছড়া লক্ষ্মীরাম ত্রিপুরার বাড়িতে যায়।

Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

11 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

15 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

15 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

17 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

17 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

17 hours ago