সিপিএমের প্রকাশ্য সমাবেশের অনুমতি না মেলায় ক্ষুব্ধ জিতেন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- সিপিএম ত্রিপুরার ২৪ তম রাজ্য সম্মেলনে ২৯ জানুয়ারি শুরু। চলবে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত রাজ্যের রাজধানী শহর আগরতলার টাউন হলে। তবে রাজ্য সম্মেলন ঘিরে আয়োজিত প্রকাশ্য সমাবেশের জন্যে এখন পর্যন্ত ময়দান পেলো না সিপিএম। এমনকী রাজধানীর কোনও প্রকাশ্য সমাবেশে হবে, এ নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সিপিএম রাজ্য নেতৃত্বের বৈঠক হলেও সমস্যার নিরসন হয়নি। আজ মেলার মাঠ রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এমনই বললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। রাজ্যে বামফ্রন্টের আহ্বায়ক প্রাক্তন সাংসদ নারায়ণ করকে পাশে বসিয়ে, জিতেন চৌধুরী বলেন, প্রকাশ্য সমাবেশ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে (আস্তাবল মাঠ) করার জন্য ২৬ ডিসেম্বর ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলে আবেদন করেছিল সিপিএম নেতৃত্ব। ওই সময় স্পোর্টস কাউন্সিলের পক্ষে বলা হয়, ২৯ জানুয়ারী আস্তাবল মাঠে অন্য কোনও সরকারী, বেসরকারী অনুষ্ঠান নেই। তাই সমাবেশ করা যাবে। তবে হঠাৎ করে ৭ জানুয়ারী স্পোর্টস কাউন্সিল কর্তৃপক্ষ জানালো সিপিএম-কে মাঠ দেওয়া যাবে না। ওইদিন নাকি মাঠে সরকারী অনুষ্ঠান আছে। এরপর সিপিএম নেতৃত্ব মুখ্যমন্ত্রী সাথে বৈঠক
করেছেন। তবে প্রথমে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও পরবর্তীতে আস্তাবল মাঠ হচ্ছে না, আমাদের বলা হলো, এরপর সিপিএম নেতৃত্ব রবীন্দ্র ভবন সংলগ্ন সভার আবেদন জানায়। তবে জনসভায় মানুষের উপস্থিতির ফলে শহরের মানুষ, ব্যবসায়ীদের সমস্যার বিষয়টি আমাদের সামনে এসেছে। এরপর সিদ্ধান্ত হল উমাকান্ত স্কুলের সামনের অংশের ময়দানে এবং রাস্তায় সমাবেশ করা হবে। এ লক্ষ্যেও মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কোনও অনুমতি দিল না রাজ্য সরকার। জিতেনবাবু বলেন, তিনদিনব্যাপী টাউন হলের রাজ্য সম্মেলনে,
পলিটব্যুরোর কর্ডিনেটর প্রকাশ কারাত, মানিক সরকার, প্রবীণ দেব, অশোক ধাওয়াল, বৃন্দা কারাত, ড. অরুণ কুমার প্রমুখ উপস্থিত থাকবেন। রাজ্য সম্মেলনে, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, দলের ত্রুটি, দুর্বলতা, সফলতা, সহ সাংগঠনিকভাবে মোকাবিলা বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। দলের ২৪ তম রাজ্য সম্মেলনে ৪১১ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। এর মধ্যে ৭৪ জন রাজ্য কমিটির সদস্য রয়েছেন। তিনি জানান, রাজ্য সম্মেলন, উপলক্ষে ৩৭২৬ টি ব্রাঞ্চে, ২৮৭ টি অঞ্চলে, ২৪ টি মহকুমায়, ৮ টি জেলা সম্মেলন মিলিয়ে, মোট ৩৮,৮৪৩ জন পার্টি মেম্বার অংশ নেন।
জিতেন চৌধুরী বলেন, ২৬ শতাংশ ব্রাঞ্চে, ৩৩ শতাংশ অঞ্চলে, ১৬টি মহকুমায় এবং ৮ টি জেলায় নতুনভাবে সম্পাদক নির্বাচিত হয়েছে। নবীন প্রবীণদের নিয়ে সংগঠন সাজানো হল। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরির স্মরণে সম্মেলন নগরী তৈরি হচ্ছে। যদি রাজধানীর উমাকান্ত স্কুল সংলগ্ন প্রকাশ্য সমাবেশের অনুমতি প্রদান হয়। তবে ২৯ জানুয়ারী দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রকাশ্য সমাবেশ করা হবে।আগামী ২ থেকে ৬ এপ্রিল পর্যন্ত তামিলনাডুর মাদুরাই-তে সিপিএমের পার্টি কংগ্রেস রাজ্য থেকে ৪৮ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

13 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

13 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

13 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

14 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

14 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

1 day ago