সিপিএম-কংগ্রেস জোট নিয়ে শঙ্কিত নয় বিজেপিঃ সুশান্ত

এই খবর শেয়ার করুন (Share this news)

সিপিএম-কংগ্রেসের সম্ভাব্য জোট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিল পদ্ম শিবির। শাসকদল এই জোটকে তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছে। সেসাথে বলেছে এক সময়ে সাপ-নেউলের মতো সম্পর্কে থাকা দুটি দলের বন্ধুত্ব মানুষ কোনও অবস্থাতেই মেনে নেবে না। শনিবার প্রদেশ বিজেপির নির্বাচন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, সিপিএম-কংগ্রেস উভয় দল পরস্পরকে অশালীন ভাষায় আক্রমণ করতো। এখন ক্ষমতা দখলের অলীক স্বপ্ন নিয়ে দুই দল জোট করতে চাইছে। মন্ত্রী বলেন, জোটকে গুরুতরভাবে নেওয়ার কিছু নেই। জোটকে ভয় পাওয়ারও কিছু নেই। এই অশুভ আঁতাত নিয়ে বিজেপি শঙ্কিত নয়।মন্ত্রী শ্রীচৌধুরী বলেন, কংগ্রেস কর্মীরা বামেদের হাতে পঁচিশ বছর লাগাতার নিপীড়িত হয়েছে। অজস্র কর্মী খুন হয়েছে। অজস্র ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন তাদের নির্বাচন ইনচার্জ জোটের বার্তা নিয়ে সিপিএম রাজ্য কার্যালয়ে পা রাখছেন। মন্ত্রী বলেন, ক্ষমতা দখলের জন্য কংগ্রেস সিপিএম দল এতটা নিচে নামতে পারে তা মানুষের বিশ্লেষণ করা প্রয়োজন। ২০১৮ সালের আগে আড়াই
দশক পরিবর্তনের জন্য হাঁপিয়ে উঠেছিল কংগ্রেস কর্মীরা। এখন তাদের দলের নেতৃত্ব জোটের লক্ষ্যে পা রাখছে সিপিএমের ঘরে। সিপিএম এবং কংগ্রেস পরস্পরকে শিখণ্ডী বানিয়ে ভোটে জিততে চাইছে। তাদের এই স্বপ্ন অধরাই রয়ে যাবে। কাজের নিরিখেই প্রত্যাবর্তন হচ্ছে বিজেপি সরকারের। সিপিএমের রাজনীতি দেশে অচল হয়ে গেছে। কংগ্রেসের সুবিধাবাদী রাজনীতিও মানুষ মেনে নেবে না। মন্ত্রী শ্রীচৌধুরী প্রকৃত কংগ্রেস কর্মীদের এই জোট প্রত্যাখ্যান করার আহ্বান রেখেছেন। একমাত্র কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, সিপিএমকে খুনি হিসাবে চিহ্নিত করেছিলেন তিনি। এখন তারাই আঁতাতে যাচ্ছেন। মন্ত্রী বলেন, তারা যখন যে দলে যেতে বলবেন সেখানেই মানুষকে যেতে হবে! তিনি বলেন, দিল্লীতে কংগ্রেস হাইকমান্ড বরাবর সিপিএমকে রাজ্যের শাসন ক্ষমতা উপঢৌকন হিসাবে দিয়েছে। কংগ্রেস নেতৃত্ব মানুষের আবেগ নিয়ে বিস্তর খেলা করেছে। সিপিএম অফিসে জোটের বার্তা নিয়ে গিয়ে আবারও একপ্রস্থ খেলা হচ্ছে। তিনি বলেন, রাজ্যের কংগ্রেস নেতৃত্ব পশ্চিমবঙ্গে সিপিএম-কংগ্রেস জোটের বিরোধিতা করেছিলেন। এখন এ রাজ্যে জোটের লক্ষ্যে সওয়াল করছেন। মানুষকে এসবের বিশ্লেষণ করতেও আহ্বান রেখেছেন মন্ত্রী।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

19 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

20 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

20 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

20 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

20 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

20 hours ago