সিবিএসই তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীতে পাঠক্রমে বড় বদল!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-২০২৪-২৫ শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে পয়লা এপ্রিল থেকে।এবার তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নতুন পাঠ্যসূচি এবং পাঠ্যবই আনতে চলেছে দ্য ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেইনিং (এনসিইআরটি)।তবে অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে পাঠক্রম এবং পাঠ্যবই অপরিবর্তিত থাকছে। এনসিইআরটির তরফে সিবিএসই-কে জানানো হয়েছে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য নতুন পাঠ্যসূচি এবং পাঠ্যবই বর্তমানে তৈরির পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই তা প্রকাশ করা হবে।
ইতিমধ্যেই সিবিএসই তাদের অ্যাফিলিয়েটেড স্কুলগুলোকে এই বার্তা পৌঁছে দিয়েছে। স্কুলগুলোকে বলা হয়েছে ২০২৩ সাল পর্যন্ত এনসিইআরটি কর্তৃক প্রকাশিত পাঠ্যবইগুলোর পরিবর্তে যেন নতুন পাঠ্যসূচি এবং পাঠ্যবই অনুসরণ করা হয়।২০২৩ সালের নতুন পাঠক্রম কাঠামোর সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাবিজ্ঞান নীতি এবং শিক্ষাক্ষেত্রগুলোর ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যেন অনায়াসে নিজেদের মানিয়ে নিতে পারে সে লক্ষ্যে ষষ্ঠ শ্রেণীর জন্য একটি ব্রিজ কোর্স এবং তৃতীয় শ্রেণীর জন্য নির্দিষ্ট গাইডলাইনও তৈরি করা হচ্ছে।এনসিইআরটির কাছ থেকে
এগুলো পাওয়ার পরপরই সমস্ত স্কুলগুলোর কাছে তা অনলাইনে পাঠাবে সিবিএসই।নয়া পঠনপাঠন
দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুবিধার্থে স্কুলপ্রধান এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য সক্ষমতা তৈরি কর্মসূচিও আয়োজন করবে বোর্ড।২০২০ জাতীয় শিক্ষানীতির অধীনে আঠারো বছর পর জাতীয় পাঠক্রম কাঠামো পর্যালোচনা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক গত বছর এই পরিবর্তনগুলো সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছিল।পূর্বে চারবার জাতীয় পাঠক্রম কাঠামো পর্যালোচিত হয়েছিল।১৯৭৫, ১৯৮৮, ২০০০ এবং ২০০৫ সালে। নয়া জাতীয় পাঠক্রম কাঠামোর সাথে তাল মিলিয়ে এখন স্কুলগুলোর জন্য নতুন পাঠ্যবই তৈরিতে ব্যস্ত এনসিইআরটি।তবে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী ছাড়া অন্য কোনও শ্রেণীর ক্ষেত্রে পাঠ্যসূচি এবং পাঠ্যবই পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট করে বলা হয়েছে। মৌলিক পর্যায়ের জন্য জাতীয় পাঠক্রম কাঠামোর সূচনা করা হয় ২০২২ সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দ্বারা।নয়া পাঠ্যক্রম অনুসারে এনসিইআরটি পঠনপাঠন সামগ্রীগুলো তৈরি এবং সংগ্রহ করে এনসিইআরটি। এর মধ্যে রয়েছে খেলনা, ধাঁধা, পোস্টার, ফ্ল্যাশ কার্ড, ওয়ার্কশিট এবং রকমারি গল্পের বই যাকে এক কথায় বলা হচ্ছে জাদুয়ি পিটারা। মৌলিক পর্যায়ে শিক্ষা গ্রহণকে আরও আকর্ষণীয় এবং সহজ করে তুলতে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

তৃণমূলে যোগদান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার!!

অনলাইন প্রতিনিধি :-২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে বড়সড় ধাক্কা। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী…

3 hours ago

বর্ষায় বিদ্যুৎ দপ্তরের ব্যাপক প্রস্তুতি,পরিষেবা সচল রাখতে কর্মীদের বাতিল,বৈঠক বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরায় বর্ষা মানেই বিপযয়ের আশঙ্কা। টানা বৃষ্টিপাত প্রবল ঝড় ও দমকা প্রায়শই…

5 hours ago

পুলওয়ামা এনকাউন্টার!!

পহেলগাঁওয়ে হামলার পর থেকেই জঙ্গলে জঙ্গলে তল্লাশি অভিযান জোরদার করেছে পুলিশ।তার জেরেই প্রতিদিনই চলছে এনকাউন্টার…

7 hours ago

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

1 day ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

1 day ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

1 day ago