Categories: খেলা

সি ডিভিশন লীগ, আরসিসিকে রুখলো ওরিয়েন্টাল।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || ৭৮ মিনিট পর্যন্ত ওরিয়েন্টাল ক্লাবের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়লো এনএসআরসিসি। শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঘরোয়া সি ডিভিশন ক্লাব লীগ ফুটবলের এ গ্রুপের এনএসআরসিসি বনাম ওরিয়েন্টাল ক্লাবের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফলে দুদলই ম্যাচ থেকে সমান এক এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এ দিন। একেবারে নিরুত্তাপ ম্যাচ ছিল। ছন্নছাড়া ফুটবল খেলে গেছে দুদলই। এর মধ্যে একের পর এক গোলের সুযোগ নষ্ট। সব মিলিয়ে এক বিরক্তিকর ম্যাচ ছিল।আসরে দুই টিমের এটি দুই নম্বর ম্যাচ ছিল। যদিও এনএসআরসিসির একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। দুই ম্যাচ খেলে এনএসআরসিসি দুটোতেই ড্র করেছে। আনন্দ ভবনের বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ ড্র করার পর আজ ওরিয়েন্টাল ক্লাবের সাথে ম্যাচ ড্র করলো এনএসআরসিসি। দুই ম্যাচ শেষে এনএসআরসিসির পয়েন্ট এখন দুই।অপরদিকে ওরিয়েন্টাল ক্লাবেরও দুই নম্বর ম্যাচ ছিল এটি। প্রথম ম্যাচে ইকফাই ফুটবল ক্লাবের কাছে ২-১ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে এসে আজ এন এসআরসিসির বিরুদ্ধে ম্যাচ ড্র করলো ওরিয়েন্টাল ক্লাব। দুই ম্যাচ শেষে ওরিয়েন্টাল ক্লাবের পয়েন্ট এক। প্রথমবারের মতো টিএফএর সি ডিভিশন ক্লাব লীগ ফুটবলে খেলতে নেমেছে বিলোনীয়ার ওরিয়েন্টাল ক্লাব টিম। তবে যে রকম খেলা তাদের কাছে প্রত্যাশা করা হয়েছিল তা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। আজকের ম্যাচেও ছন্নছাড়া ও পরিকল্পনাহীন ফুটবল খেলে গেছে টিম ওরিয়েন্টাল ক্লাব। তবে হারা ম্যাচ শেষপর্যন্ত করে মাঠ ছাড়তে পেরেছে তারা। অন্যদিকে, এনএসআরসিসিও খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি এ দিন। এর মধ্যে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট হয়েছে তাদের। প্রথমার্ধের প্রায় মাঝামাঝি সময়ে এনএসআরসিসির দেওয়া গোল অফসাইড বলে বাতিল হয়। প্রথমার্ধের খেলা গোলশূন্য শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মাত্র চার মিনিটে গোল করে নেয় এনএসআরসিসি। রাজশ্রী চাকমা গোল করে এনএসআরসিসির হয়ে। তবে এনএসআরসিসি তাদের দেওয়া এই গোল বেশি সময় ধরে রাখতে পারেনি। ৩৪ মিনিটে গোল পরিশোধ করে ম্যাচে সমতায় ফেরে ওরিয়েন্টাল ক্লাব। প্রণয়ন দত্ত গোল করে ওরিয়েন্টাল ক্লাবের হয়ে। ম্যাচ সমতায় ফেরার পর দুদলই গোলের জন্য ঝাঁপায়। তবে শেষপর্যন্ত কোনও দলই আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি। শেষপর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর মধ্যে উভয় দলের তিনজন করে ফুটবলার হলুদ কার্ড দেখে। রেফারি আদিত্য দেববর্মা।এদিকে, কাজল স্মৃতি অনূর্ধ্ব ১৪ স্কুল ফুটবলের পর এখন সি ডিভিশন লীগ ফুটবলে প্রায় ম্যাচেই রেফারির ভুল রিপোর্ট জমা দেওয়ার ঘটনায় ত্রিপুরা রেফারিজ অ্যাসোসিয়েশন রেফারিদের সতর্ক করে দিলো। এমনকী ম্যাচ রিপোর্ট ভুল হলে রেফারিদের ম্যাচ মানির একটা অংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিলো অ্যাসোসিয়েশন।গতকাল আনন্দ ভবন বনাম ইকফাই ফুটবল ক্লাবের, ম্যাচেও ভুল রিপোর্ট জমা দিয়েছিলো রেফারি। আর রেফারিদের এ ধরনের ভুল রিপোর্টে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। যদিও এ ঘটনায় রেফারিদের উপর শুধু দোষ চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়াতে পারে না ত্রিপুরা রেফারিজ অ্যাসোসিয়েশন।এখানে টিএফএর লীগ কমিটিরও ব্যর্থতা আছে বলা যায়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

2 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

2 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

2 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

2 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

2 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

2 hours ago