সীমান্ত পর্যন্ত ট্রায়াল দিল ‘গ্যাং কার’।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- প্রথমবারের মতো আগরতলা রেলে আগরতলা সীমান্ত পর্যন্ত চলেছে ‘গ্যাং কার’। তবে একে পরীক্ষামূলক ট্রেন চলাচল বলছেন না সংশ্লিষ্টরা।এই রেলরুটের প্রকল্প পরিচালক বলেছেন, সেপ্টেম্বরের শুরুতে রেল ইঞ্জিনে হবে ট্রায়াল। সেটাই হবে পরীক্ষামূলক ট্রেন চলাচল। লাইট ইঞ্জিনে এই রুটে ট্রেন চালাতে আরও কিছু কাজ এখনো বাকি আছে। তবে পুরো এলাকায় রেললাইন বসানো হয়ে গেছে। আগামী ৯ সেপ্টেম্বর সম্ভাব্য উদ্বোধনের দিনকে সামনে রেখে এই রেল রুটে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আখাউড়া- আগরতলা রেলরুটে ‘গ্যাং কার’ চলছে গেল কয়েকদিন ধরেই।এই কারে করেই রেললাইনে পাথর ঢালা হচ্ছে। আজ প্রথমবারের মতো বিশেষ আকৃতিতে নির্মিত হাল্কা ওজনের কার চলেছে সীমান্তের জিরোলাইন অবধি।
আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের নয়াদিল্লীর টেক্সমেকো রেল অ্যাণ্ড ইঞ্জিনীয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রধান (কান্ট্রি হেড) শরৎ শর্মা বলেছেন, আখাউড়া অংশের ছয় কিলোমিটার এলাকায় রেললাইন বসানো হয়েছে। এখনো ভারী ইঞ্জিনে ট্রেন চলাচলে আরও কিছু কাজ করতে হবে। তবে গ্যাং কারে করে আজ আখাউড়া অংশের পুরো রেললাইন পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি বলেছেন, আরও ঠিক কী কী কাজ করা প্রয়োজন তা দেখতেই এই কার চালানো হয়েছে। আগামী দশ দিনের মধ্যে পুরো রেললাইন ট্রেন চলাচলের জন্য উপযোগী হবে তিনি আশাবাদী। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় প্রধান প্রকৌশলী ও আখাউড়া- আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক আবু জাফর মিঞা, বলেছেন, বর্ডার পর্যন্ত রেললাইন বসানো হয়ে গেছে। ফিটিংস লাগানো শেষ হয়েছে। এখন বেলাস্টিং চলছে প্যাকিং দেওয়া হচ্ছে যাতে লেভেল ঠিক থাকে। তিনি বলেছেন, চলতি মাসের শেষের দিকে এই কাজ শেষ হবে। তখন রেলওয়ে লাইট ইঞ্জিনে ট্রায়াল হবে। শ্রীজাফর বলেছেন, ইমিগ্রেশন ভবনের কিছু কাজ বাকি আছে। তবে আগামী ৯ তারিখের আগেই অনেকটা উপযোগী করা যাবে।আখাউড়া থেকে ভারতের ত্রিপুরার নিশ্চিন্তপুর পর্যন্ত রেল রুটটি সাড়ে দশ কিলোমিটার দৈর্ঘ্যের। এখানে ছয় কিলোমিটার অংশ বাংলাদেশে। বাকি সাড়ে চার কিলোমিটার আগরতলা অংশে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক ও রেল যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে এই রেলরুট প্রকল্প। বাংলাদেশের রেলপথ ব্যবহার করে এই রুটে কলকাত থেকে আগরতলা পর্যন্ত চলাচল করতে পারবে পণ্য ও যাত্রীবাহী ট্রেন। এতে সময় কম লাগবে। এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

3 mins ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

7 mins ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

15 mins ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

24 mins ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

35 mins ago

সিভিল হাসপাতাল চাপ কমাবে জিবি-আইজিএমের : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বাণিজ্যনগরী মুম্বাইকে দেখেই ছক কষে রেখেছিলেন। পরে কথাও বললেন আগরতলা পুর নিগমের মেয়র…

41 mins ago