নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
রবিবারে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে । এবারের প্রচারাভিযান ছিল বেশ জমজমাট । একই দিনে অনুষ্ঠিত হবে সুইডেনের কাউন্টি কাউন্সিল এবং মিউনিসিপ্যাল নির্বাচনও । সুইডেনে ক্ষমতার লড়াই হয় মূলত দুই জোটের মধ্যে । এক জোটে থাকে সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতৃত্বে পরিবেশবাদী ভেন্সস্তের ( বাম ) ও সেন্টের ( কৃষক ) পার্টি এবং অন্য ব্লকে থাকে মডারেট পার্টির নেতৃত্বে ক্রিস্ট ডেমোক্র্যাট এবং লিবারেল পার্টি । উগ্র ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাট দলটি এতদিন পার্লামেন্টের ভারসাম্য রক্ষাকারী দল হিসাবে ভূমিকা পালন করলেও এবারের নির্বাচনে তারা মডারেট পার্টির ছাতার নিচে ভিড়তে আগ্রহ দেখিয়েছে । তবে মডারেটরা তা নাকচ করে দিয়েছে । সম্প্রতি ফ্রান্সভিত্তিক এক আন্তর্জাতিক সমীক্ষা সংস্থার সমীক্ষায় দেখা যায় , দুই জোটের ব্যবধান খুবই সামান্য এবং লড়াই হবে হাড্ডাহাড্ডি । সমীক্ষা বলছে উগ্রপন্থী সুইডেন ডেমোক্র্যাট তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখে বর্তমানে ২১ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে । তাছাড়া সোশ্যাল ডেমোক্র্যান্ট ৩০.৪ , মডারেট ১৭.০ , ভেন্সস্তের ৮.৫ , লিবারেল ৪.৬ , ক্রিস্ট ডেমোক্র্যাট ৫.৫ , সেন্টার ৬.৯ এবং অন্যান্য দল ১.৮ শতাংশ সমর্থন পাচ্ছে । দুই জোটের ব্যবধান কম হওয়ায় কোনওভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছে না । কোন দলের নেতৃত্বে কোন জোট ক্ষমতায় যাবে । সুইডিশ পার্লামেন্ট রিক্সদগের মোট আসনসংখ্যা ৩৪৯ টি । এর মেয়াদ ৪ বছর । সুইডেনের নির্বাচনি আইনে কোনও দল নির্বাচনে প্রদেয় মোট ভোটের ন্যূনতম ৪ শতাংশ না পেলে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে না । ভোটাররা ভোট দেয় দলকে , প্রার্থীকে নয় । প্রতিটি দল বিভিন্ন নির্বাচনি এলাকায় তাদের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে থাকে । বিভিন্ন দলের মোট প্রাপ্ত ভোটের শতাংশ অনুসারে পর্যায়ক্রমে তালিকায় প্রার্থীরা নির্বাচিত হন ।