সুধীর স্মরণ!!
অনলাইন প্রতিনিধি :-৪ জানুয়ারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায়ত সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যু বার্ষিকী। ২০০৯ সালে এই দিনেই তিনি ৬৯ বছর বয়সে মৃত্যু বরণ করেছিলেন।১৯৩৯ সালের ১৮ মে তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার টেংরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন শিক্ষক।১৯৮৮ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ১৯৯২ সালের ১৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি কংগ্রেস-টিইউজেএস জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেছেন।আজ তাঁর ১৬ তম মৃত্যুবার্ষিকী। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযথ মর্যাদায় তাঁর মৃত্যুবার্ষিকী পালন করে।