সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

 সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের অভিযান শুরু করল তরুণ সংঘ সিসি। তালতলা স্কুল মাঠে এ দিন তরুণ সংঘ ব্যাট বলে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেই জয় তুলে নেয়। হারিয়ে দেয় আগরতলা কোচিং সেন্টারকে। সুপার সিক্সে তরুণ সংঘ জয় দিয়ে শুরু করলেও আগরতলা সিসি কিন্তু টানা দুই ম্যাচেই হেরে গেল। ব্লাডমাউথের কাছে ২৭১ রানের পরাজয়ের পর এ দিন তরুণ সংঘের কাছে আট উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেল আগরতলা।সোমবার তরুণ সংঘকে জয় এনে দেবার ক্ষেত্রে প্রিয়াঙ্কা সাহা (১০-২-১৭-৪), শিউলি চক্রবর্তী (৮-২-২২-৩) ও সুলক্ষণা রায়রা (৪-৩-২-১) দুর্দান্ত বোলিং করেন। অবশ্য আগরতলা সিসি মাত্র ৬৮ রানই তুলতে পারে। ওভার খেলে ৩৬.৪টি। জবাবে তরুণ সংঘ সিসি ১২.২ ওভার খেলে
মাত্র দুই উইকেট হারিয়েই জয় তুলে নেয়। এ দিন আগরতলা সিসি প্রথম ব্যাটিং নেয়। সুলক্ষণা-শিউলি, প্রিয়াঙ্কাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি পড়ে যায় আগরতলা। স্কোর বোর্ডে ৪৮ রান তোলার ফাঁকে আগরতলা সিসি পাঁচ উইকেট হারিয়ে বসে।এঞ্জেল পাল ১৫ (৫৫) (৩০৪), ছুমুই দেববর্মা ১০ ২৪) (২×৪) ব্যাটে কিছু লড়লেও অন্যরা ক্রিজে দাঁড়াতেই পারেনি। ফলস্বরূপ ৬৮ রান তোলার ফাঁকে অলআউট হয়ে যায় আগরতলা। ভাগ্য ভালো অতিরিক্ত ২২ রান আসে। না হলে পঞ্চাশ রানও উঠত কিনা সন্দেহ ছিল। শেষ তিনজন ব্যাটার মাত্র তিন রানই যোগ করতে পারে। প্রিয়াঙ্কা সাহা (১৭/৪), শিউলি চক্রবর্তী (২২/৩) সফল বোলার। টার্গেট স্কোর মাত্র ৬৯ রান। ওভার ৫০। জবাবে খেলতে নেমে তরুণ সংঘ তাদের দুই ওপেনার ঝুমকি দেবনাথ (৮) ও ইন্দ্ররাণী জমাতিয়াকে (১২) দ্রুত হারিয়ে ফেলে। পরে অবশ্য সুলক্ষণা রায় (১৬) ও অস্মিতা দেবনাথ (১৪) জুটি দলকে প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছে দেয়। দিনের খেলা: ব্লাডমাউথ-তরুণ সংঘ (পিটিএজি),এগিয়ে চলো – ইউ: ফ্রেন্ডস (তালতলা)।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.