সুপ্রিম কোর্টে খারিজ এসএলপি ১৫ দিনে রায় কার্যকরের নির্দেশ।
অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরা উচ্চ আদালতের রায় মোতাবেক দুজন অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণ আটকাতে গিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ব্যর্থ হলো। সম্প্রতি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি হিমা কোহলি ও রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের দায়ের করা এসএলপি খারিজ করেছে।
শান্তিরবাজারে অবস্থিত উপজাতি কল্যাণ দপ্তরের একলব্য আবাসিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত অনিয়মিত কর্মচারী উপেন্দ্র ত্রিপুরা ও স্নেহচন্দ্র ত্রিপুরাকে নিয়মিত করা ও নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন দেওয়ার নির্দেশ দেন রিট মামলায় উচ্চ আদালতের তৎকালীন বিচারপতি শুভাশিস তলাপাত্র। বিগত ১৫ মার্চ ২০২২ সালে প্রদত্ত রিট মামলার একক বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার রিট আপিল দাখিল করেন। ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চও বিগত ১২ ডিসেম্বর, ২০২২-এ রিট আপিল খারিজ করে একক বিচারপতির রায়কে বহাল রাখেন। এতেও রাজ্য সরকার হাল ছাড়েনি। দুজন অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণ আটকাতে সুপ্রিম কোর্টে ছুটে যায় রাজ্য সরকার। এসএলপি দায়ের করে। ইতিমধ্যে উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। বিগত ৪ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এসএলপি খারিজ করেছে। আজ আদালত অবমাননার মামলা উচ্চ আদালতে উঠলে পর, আগামী ১৫ দিনের মধ্যে রায় কার্যকর করার জন্য উচ্চ আদালত সুস্পষ্ট আদেশ দিয়েছে। অন্যথা হলে শীর্ষ আধিকারিকদের সশরীরে আদালতে পেশ হতে হবে। দুই অনিয়মিত কর্মচারীর পক্ষে রিট মামলা ও আপিলে সওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ ও আরাধিতা দেববর্মা। দুই অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণ আটকাতে রাজ্য সরকারের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাওয়ার নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। কাদের পরামর্শে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে কোষাগারের টাকা জলের মতো খরচ করা হচ্ছে এ প্রশ্ন উঠেছে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রশ্নে সাম্প্রতিক রায়গুলোর সাথে একলব্য আবাসিক বিদ্যালয়ের দুই অনিয়মিত কর্মচারীর রিট মামলার প্রদত্ত উচ্চ আদালতের রায়ের স্বতন্ত্রতা আইনি বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে। উপেন্দ্র ত্রিপুরা ও স্নেহচন্দ্র ত্রিপুরার রিট মামলায় প্রদত্ত রায় সুপ্রিম কোর্ট অবধি বহাল থাকায় রাজ্যের অনিয়মিত কর্মচারীরা আশার আলো দেখছেন।