অনলাইন প্রতিনিধি :-হাইকোর্টের রায় কার্যকর না করে আমলাদের পরামর্শে জনগণের করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে একের পর এক মামলায় মুখ পুড়ছে রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টে একের পর এক মামলা হেরে গিয়ে যেমন রাজ্যবাসীর সামনে মুখ পুড়ছে রাজ্য সরকারের, তেমনি ল্যাজে গোবরেও হতে হচ্ছে সরকারকে।এক একটি মামলার পেছনে এক থেকে দশ কোটি টাকা খরচ করেও সুপ্রিম কোর্টে হেরে গিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সব ক’টি রায়ই কার্যকর করতে বাধ্য হচ্ছে সরকার।এতে জনমনে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রাজ্য সরকারের মনোভাব সম্পর্কে জনমনে নেতিবাচক প্রভাব পড়ছে। মহাকরণে গুঞ্জন রয়েছে চাকরি ও পেনশন সংক্রান্ত মামলাগুলি সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আইনি খরচের ভুয়ো বিলের মাধ্যমে রাজ্য সরকারের কোষাগার ফাঁকা করে চলছে।একাংশ আইন ও অর্থদপ্তরের আমলা।
এদিকে সরকারী তথ্যে জানা গেছে ২০১৮ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে হাইকোর্টে হেরে যাওয়া বহু মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) করে রাজ্য সরকার। মূলত আমলাদের পরামর্শেই সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার কিছুটা সময় পেলেও শেষ পর্যন্ত হেরে গিয়ে উল্টো রায় কার্যকর করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সরকারকে।সুপ্রিম কোর্টে হেরে গিয়ে পরবর্তী সময়ে রায় কার্যকর করতে স্ত্রের জের গিয়ে উল্টো বেশি আর্থিক বোঝা এসে পড়ে সরকারের উপর।
এদিকে,মহাকরণ প্রশাসন সূত্র থেকে জানা গেছে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে এস এল পি করলেও কার্যত কোনও সুফল পাচ্ছে না। একের পর এক মামলায় হারছে।জানা গেছে এখন পর্যন্ত রাজ্য সরকার ৫৩টি মামলায় সুপ্রিম কোর্টে হেরে গেছে।এর ফলে সরকারের কোষাগার থেকে বেরিয়ে গেছে শত কোটি টাকারও বেশি। জানা গেছে, ত্রিপুরা হাইকোর্টে হেরে গিয়ে যেসব মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি করে রাজ্য সরকার মামলায় হেরেছে তার মধ্যে রয়েছে- MA 000134-/2024, ΜΑ 000135 -000136/2024, SLP (C) No. 005669/2024, SLP (C) No. 011409/2024, SLP (C) No. 009208/2024, SLP (C) No. 003077, SLP (C) No. 003077/2024, SLP (C) No. 0113262022, C.A. No. 005114/2022, SLP (C) No. 010666 – 010667/2022, SLP (C) No. 011715-011717/2022, SLP (C) No. 017854- /2022, SLP (C) No. 002072-2022, SLP (C) No. 017854-2022, SLP (C) No. 000862-000853/2023, SLP (Crl) No. 004408/2023, C.A. No. 003084- 003087/2023, SLP (C) No. 023437-023440/2022, C. A. No. 003088 – 003093/2023, SLP (C) No. 023785-023790/2022, SLP (C) No. 007881/2023, SLP(C) No. 023684/20233, SLP(C) No. 019736/2023, SLP(C) No. 026813/2023, SLP(C) No. 021249/ 2023, SLP(C) No. 000386/23, SLP(C) No. 015746/2023, ΜΑ 002109-002110/2023, ΜΑ 002105/2023, SLP (C) No. 019775/2023, SLP (C) No. 019785 019786/2023, SLP(C) No. 001438/2021, SLP (C) No. 007907/2021, SLP (C) 001308/2021, SLP(C) No. 011283 011284/2021, C. A. No. 005634/2021, SLP(C) No. 00060-9/2016, SLP(C). CC No. 024573/2016. আদতে সুপ্রিম কোর্টে একের পর এক এক মামলায় রাজ্য সরকারের হার হলেও এর থেকে কোনও শিক্ষা গ্রহণ করছে না সরকার। রাজ্য কোষাগার থেকে শত শত কোটি বেরিয়ে যাচ্ছে। জনগণের করের পয়াস এগুলি। একাংশ মামলা এবং রাজ্যের আইন দপ্তরের একাংশ আধিকারিকদের পরামর্শে দিনের পর দিন রাজ্য সরকার একই পন্থা অবলম্বন করে চলেছে।এ নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে।মানুষের মনে প্রশ্ন একের পর এক মামলায় হারার পরও মানুষের করের টাকায় কেন সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ছে রাজ্য সরকার তা বোধগম্য হচ্ছে না রাজ্যবাসীর।
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…
অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…