সুবিধাভোগী নির্বাচনে সুনির্দিষ্ট গাইডলাইন চাইলেন মুখ্যমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- পঞ্চায়েতস্তর থেকে শুরু করে এডিসি এলাকায় কোনও প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনে সুনির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করতে হবে। পাশাপাশি সুবিধাভোগী নির্বাচনের কাজটি সময়ের মধ্যেই শেষ করার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সোমবার সচিবালয়ে ত্রিপুরা স্টেট এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিলের পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এ কথা বলেন। তিনি আরও বলেন, দপ্তরগুলিকে সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র রেগার উপর নির্ভর না করে দপ্তরের নিজস্ব বাজেট থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন করার জন্য উদ্যোগ নিতে হবে। কোনও প্রকল্পের সুবিধা প্রদানের ক্ষেত্রে সুবিধাভোগীদেরও কিছু অবদান রাখার জন্য উৎসাহিত করতে হবে।রেগায়
স্থায়ী সম্পদ তৈরি করার ক্ষেত্রে সঠিক সুবিধাভোগী নির্বাচনে প্রাধান্য দিতে হবে যাতে তা সঠিকভাবে রূপায়ণ সম্ভব হয় এবং স্থায়ী হয়। পাশাপাশি রেগা সহ বিভিন্ন প্রকল্পের কাজ সময়ের মধ্যে দ্রুত রূপায়ণের লক্ষ্যে মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজে এমজিএন রেগায় স্থায়ী সম্পদ সৃষ্টির পাশাপাশি স্থানীয় জনপ্রিয় পণ্য উৎপাদনের উপরও গুরুত্ব দেন। মুখ্যমন্ত্রী বলেন, জেলাগুলিতে যে সমস্ত পণ্য জনপ্রিয় ও উৎপাদন বেশি হয় সে সমস্ত পণ্যচাষে সংশ্লিষ্ট জেলাগুলিতে গুরুত্ব দিতে হবে। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচিও কার্যকর করা সম্ভব হবে। সভায় রেগা সহ গ্রামোন্নয়ন দপ্তরের অন্যান্য প্রকল্পের অগ্রগতি ও
ভবিষ্যৎ কর্মপরিকল্পনারও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী।
সভায় গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ড. সন্দীপ আর রাঠোর জানান, রাজ্যের আটটি জেলায় রেগায় মোট ৬ লক্ষ ৭৭ হাজার জবকার্ড হোল্ডার রয়েছেন।গত ২০২২-২৩ অর্থবর্ষে রেগায় ৩ কোটি ২৫ লক্ষ শ্রমদিবসের অনুমোদন পাওয়া গিয়েছিল। কিন্তু ওই অর্থবর্ষে রাজ্যে ৩ কোটি ৩৪ লক্ষ ৫৫ হাজার শ্রমদিবসের সৃষ্টি হয়েছে। যা সাফল্যের নিরিখে ১০২.৯৫ শতাংশ। ২০২২- ২৩ অর্থবর্ষে রেগায় রাজ্য মোট ৯৯৭.০৮ কোটি টাকার ফান্ড পেয়েছিল। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি অর্থবর্ষে এখন পর্যন্ত ৪১৪.৭৮ কোটি টাকা পাওয়া গেছে। এর মধ্যে ৩৬০.৪৭ কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় করা হয়েছে। এছাড়াও চলতি অর্থবর্ষের ৩১ জুলাই পর্যন্ত অনুমোদিত ২ কোটি ৫০ লক্ষ শ্রমদিবসের মধ্যে ১ কোটি ৪৪ লক্ষ ৭৪ হাজার শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে। সচিব জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে রেগা প্রকল্পে মোট ৩ লক্ষ ৫৭ হাজার ৩৪৮টি কাজ হাতে নেওয়া হয়েছে। এই কাজগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্ল্যান্টেশন, ব্যক্তিগত সম্পদ তৈরি, গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন, জমি উন্নতিকরণ ইত্যাদি।এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবর্ষে রেগার মাধ্যমে যে সমস্ত কাজ রূপায়ণ করা হবে তা জেলা শাসকদের নিয়মিত তদারকি করতে হবে। প্ল্যান্টেশনের ক্ষেত্রে রাবার চাষিরা যাতে সঠিক সময়ের মধ্যে রাবার চারা পেতে পারেন সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে রাবার বোর্ডের সঙ্গে সভা করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।ত্রিপুরা স্টেট এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিলের সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক কিশোর বর্মণ, বিধায়ক অন্তরা সরকার দেব, মুখ্য সচিব জে কে সিন্হা, মৎস্য দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্রা, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব কে এস শেঠি, শ্রম দপ্তরের সচিব অভিষেক সিং, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব এল টি ডার্লং, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ আট জেলার জেলা শাসকগণ ছিলেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago