সুরজিৎ এর আশীর্বাদ নিয়েই দীপকের প্রচার শুরু!!
অনলাইন প্রতিনিধি :-রাজ্য রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব ছিলেন আগরতলা রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত। দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিনি হয়ে উঠেছিলেন জননেতা। তিনি আজ প্রয়াত। তাঁর শূন্যস্হান রামনগরে রামনগর কেন্দ্রে উপনির্বাচন হতে যাচ্ছে উনিশে এপ্রিল। এই উপনির্বাচনে সুরজিৎ দত্তের খাস তালুকে শাসক দল বিজেপি প্রার্থী করেছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে। রামনগরকে তিনিও হাতের তালুর মতোন চেনেন, জানেন। শুক্রবার প্রার্থী হিসেবে দীপক বাবুর নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার সকালে প্রয়াত জননেতা বিধায়ক সুরজিৎ দত্তের বাড়িতে গিয়ে, তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে, তাঁর আশীর্বাদ নিয়ে প্রথম প্রচার পর্ব শুরু করলেন প্রার্থী দীপক মজুমদার। কথা বলেন, প্রয়াত নেতার পরিবারের লোকজনদের সাথে।