অনলাইন প্রতিনিধি :-সুরের
মায়াবী জাদুতে ভাসিয়ে গেলেন শ্রেয়া।আস্তাবল মাঠ ভর্তি শ্রোতা এদিন সম্মোহিত হয়েছেন দেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীর সুরের মূর্ছনায়। শ্রেয়ার লাইভ কনসার্টকে কেন্দ্র করে বিকাল পাঁচটার আগেই আস্তাবলমুখী হয় জনতা। সন্ধ্যা সাতটার মধ্যেই আস্তাবল মাঠ পুরোপুরি জনতার দখলে চলে যায়। এরও দেড় ঘন্টা পর শিল্পী মঞ্চে আসেন। এই সময়ের মধ্যে ভিড় শুধু বাড়তেই থাকে। আস্তাবলের পার্শ্ববর্তী রাস্তাগুলিতেও দেখা দেয় জনসমুদ্র।পার্শ্ববর্তী উঁচু দালান বাড়িগুলির ছাদও চলে যায় সঙ্গীতপ্রেমীদের দখলে। অবিশ্বাস্য জনসমুদ্র। এদিন পাস নিয়েও অনেকে মাঠে প্রবেশ করতে হিমশিম খেয়েছেন।অনেক ভিআইপিকেও দেখা গেছে মাঠের বাইরে অপেক্ষা করতে।অনেকেই বলছিলেন বড় বড় লাইভ কনসার্ট আর ও বেশ কয়েকটি হয়েছে রাজধানীর বুকে।শ্রেয়া ঘোষালের কনসার্ট সব ছাপিয়ে গেছে।
এদিন রাত সাড়ে আটটা নাগাদ মঞ্চে ওঠেন শ্রেয়া। তাকে মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় মাঠভর্তি দর্শক। আপ্লুত শ্রেয়া বলে উঠলেন ত্রিপুরা এত সুন্দর জায়গা তার জানা ছিল না। এখানকার দর্শকরাও বেশ সুন্দর।আগে জানলে আরও অনেক আগেই এখানে পা রাখতেন বলেও তিনি মন্তব্য করেন।এরপর একের পর এক অনন্য সঙ্গীত মেলে ধরে সবাইকে সুরের জগতে নিয়ে যান মেলোডি কুইন শ্রেয়া। মন্ত্রমুগ্ধের মতো তার পরিবেশনা উপভোগ করেন সবাই।
ত্রিপুরা টুরিজম প্রোমো ফেস্ট ২০২৪ এর সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করতে শুক্রবারই বিকালে রাজ্যে এসে পৌঁছান ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। এদিন তিনি অনুষ্ঠান মঞ্চে আসার আগে রাজ্যের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
ইন্ডিয়ান আইডল তথা রাজ্যের শিল্পী সুরভী দেববর্মার পারফরম্যান্সও এদিন মাঠ ভর্তি দর্শকদের তাতিয়ে দেয়। এর আগে রাজ্যের ১৯ টি জনজাতি গোষ্ঠী এবং বাঙালিদের পোশাক পরিচ্ছদ দেখানো হয়। মডেলরা ওই পোশাক পরে আসেন।ছিলেন ২০২২-এর মিস্টার ইন্ডিয়া মিঠুন দেববর্মাও। আস্তাবল মাঠটি এদিন যেন মিনি ত্রিপুরা হয়ে ওঠে। রাজ্য পর্যটন দপ্তর আয়োজিত এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন। বাঁধভাঙা আবেগ এবং উচ্ছ্বাস নিয়ে এদিনের অনুষ্ঠান শেষ হয়।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…