সুরের স্নিগ্ধতায় জনসমুদ্রে শ্রেয়া!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সুরের
মায়াবী জাদুতে ভাসিয়ে গেলেন শ্রেয়া।আস্তাবল মাঠ ভর্তি শ্রোতা এদিন সম্মোহিত হয়েছেন দেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীর সুরের মূর্ছনায়। শ্রেয়ার লাইভ কনসার্টকে কেন্দ্র করে বিকাল পাঁচটার আগেই আস্তাবলমুখী হয় জনতা। সন্ধ্যা সাতটার মধ্যেই আস্তাবল মাঠ পুরোপুরি জনতার দখলে চলে যায়। এরও দেড় ঘন্টা পর শিল্পী মঞ্চে আসেন। এই সময়ের মধ্যে ভিড় শুধু বাড়তেই থাকে। আস্তাবলের পার্শ্ববর্তী রাস্তাগুলিতেও দেখা দেয় জনসমুদ্র।পার্শ্ববর্তী উঁচু দালান বাড়িগুলির ছাদও চলে যায় সঙ্গীতপ্রেমীদের দখলে। অবিশ্বাস্য জনসমুদ্র। এদিন পাস নিয়েও অনেকে মাঠে প্রবেশ করতে হিমশিম খেয়েছেন।অনেক ভিআইপিকেও দেখা গেছে মাঠের বাইরে অপেক্ষা করতে।অনেকেই বলছিলেন বড় বড় লাইভ কনসার্ট আর ও বেশ কয়েকটি হয়েছে রাজধানীর বুকে।শ্রেয়া ঘোষালের কনসার্ট সব ছাপিয়ে গেছে।
এদিন রাত সাড়ে আটটা নাগাদ মঞ্চে ওঠেন শ্রেয়া। তাকে মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় মাঠভর্তি দর্শক। আপ্লুত শ্রেয়া বলে উঠলেন ত্রিপুরা এত সুন্দর জায়গা তার জানা ছিল না। এখানকার দর্শকরাও বেশ সুন্দর।আগে জানলে আরও অনেক আগেই এখানে পা রাখতেন বলেও তিনি মন্তব্য করেন।এরপর একের পর এক অনন্য সঙ্গীত মেলে ধরে সবাইকে সুরের জগতে নিয়ে যান মেলোডি কুইন শ্রেয়া। মন্ত্রমুগ্ধের মতো তার পরিবেশনা উপভোগ করেন সবাই।
ত্রিপুরা টুরিজম প্রোমো ফেস্ট ২০২৪ এর সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করতে শুক্রবারই বিকালে রাজ্যে এসে পৌঁছান ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। এদিন তিনি অনুষ্ঠান মঞ্চে আসার আগে রাজ্যের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
ইন্ডিয়ান আইডল তথা রাজ্যের শিল্পী সুরভী দেববর্মার পারফরম্যান্সও এদিন মাঠ ভর্তি দর্শকদের তাতিয়ে দেয়। এর আগে রাজ্যের ১৯ টি জনজাতি গোষ্ঠী এবং বাঙালিদের পোশাক পরিচ্ছদ দেখানো হয়। মডেলরা ওই পোশাক পরে আসেন।ছিলেন ২০২২-এর মিস্টার ইন্ডিয়া মিঠুন দেববর্মাও। আস্তাবল মাঠটি এদিন যেন মিনি ত্রিপুরা হয়ে ওঠে। রাজ্য পর্যটন দপ্তর আয়োজিত এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন। বাঁধভাঙা আবেগ এবং উচ্ছ্বাস নিয়ে এদিনের অনুষ্ঠান শেষ হয়।

Dainik Digital

Recent Posts

হোলিতে বিস্ফোরণ অমৃতসরের মন্দিরে !!

শুক্রবার গভীর রাতে অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরের বাইরে বিস্ফোরণ ঘটে। জানা যায়, দু'জন বাইক আরোহী…

10 hours ago

বাংলাদেশের সংস্কৃতি!!

ধর্ষণ নারী নির্যাতন লইয়া এই উপমহাদেশে অধিকাংশ দেশে একই অবস্থানে চলিয়া যায় দেশের শাসক। একই…

10 hours ago

সংবাদপত্রে টেণ্ডারের বিজ্ঞাপন, সংক্রান্ত অর্থ দপ্তরের বিতর্কিত সার্কুলার ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া!!

অনলাইন প্রতিনিধি ;-রাজ্যের বর্তমানবিজেপি নেতৃত্বাধীন জোট সরকার সংবাদমাধ্যম ও সাংবাদিক বান্ধব বলে মুখে মুখে প্রচার…

2 days ago

বাংলাদেশের নির্বাচন!!

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রশাসন চলিতেছে। একটি গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় সেই দেশে…

2 days ago

স্মার্ট সিটি প্রকল্পের কাজে ফের বিপর্যয়, দুর্ভোগে মানুষ!

অনলাইন প্রতিনিধি :-আবারও ক্ষতি হলো পাইপলাইন গ্যাসের পরিবহণ ও সরবরাহ ব্যবস্থার।আবারও বিপর্যয় ঘটলো আগরতলায়।বিপাকে পড়লো…

2 days ago

৪ কোটি টাকা দিলেই মন্ত্রিপদ, অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের ফোন!!

অনলাইন প্রতিনিধি :-মণিপুরে বিরাট প্রতারণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের সাথে প্রতারণার ফাঁদ।…

3 days ago