সুর সম্রাট শচীন কর্তাকে শ্রদ্ধাঞ্জলি!!

 সুর সম্রাট শচীন কর্তাকে শ্রদ্ধাঞ্জলি!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বিংশ শতাব্দীর বাংলা ও হিন্দী গানের কিংবদন্তী ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক, লোকসঙ্গীত শিল্পী, সুর সম্রাট শচীন দেব বর্মনের ১১৭ তম জন্মবার্ষিকী রবিবার যথাযথ মর্যাদায় পালন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যেগে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রবীন্দ্রভবন প্রাঙ্গনে শচীন দেব বর্মনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।


শচীন দেব বর্মন জন্মগ্রহণ করেছিলেন কুমিল্লার ত্রিপুরা রাজবাড়িতে৷ তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। তাঁর কালজয়ী সুর ও গান গোটা উপ মহাদেশকে সমৃদ্ধ করেছে। একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন বিন্দুমাত্রও কমেনি। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি ছিলেন জনপ্রিয়। তিনি বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করে গেছেন।১৯৭৫ সালে মাত্র ৬৯ বছর বয়সে তাঁর প্রয়াণ ঘটে।।।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.