অনলাইন প্রতিনিধি :-প্রশাসন,আইন যতই কঠোর এবং কঠিন হোক না কেন, দুর্নীতির মাস্টারমাইগুরা প্রশাসনের অন্দরে বসে থাকলে দুর্নীতি আটকানো আরও অসম্ভব হয়ে পড়ে। বর্তমান সরকার প্রতিনিয়ত দাবি করে চলেছে, রাজ্যে নাকি সুশাসন চলছে। সরকারের এই দাবিকে ভুল প্রমাণিত করার জন্য প্রশাসনের অন্দরে থাকা একাংশ দুর্নীতিগ্রস্ত কর্মচারী অর্থের বিনিময়ে রাতদিন ওভারটাইম খাটছে। এরা অর্থের বিনিময়ে রাতকে দিন, দিনকে রাত করছে। অর্থের বিনিময়ে জাল ও ভূয়ো তথ্যের উপর ভিত্তি করে সরকারী শংসাপত্র, নথি ইত্যাদি তৈরি করে দিচ্ছে। আধার কার্ড তৈরি করে দিচ্ছে। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করছে। বাংলাদেশ সীমান্তবর্তী মহকুমাগুলোতে প্রতিনিয়ত এসব দুর্নীতি ও অনিয়ম চলছে। এমন নয় যে, সরকার এসব বিষয়ে কিছুই জানে না। সবাই সব কিছু জানে। কিন্তু ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেকটা উদাসীন।
সোনামুড়া মহকুমার অন্তর্গত ধনপুর বিধানসভার মাছিমা এলাকায় এমনই এক ব্যক্তির খোঁজ পাওয়া গেছে, যিনি একই সাথে ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই ভোটার। দুই দেশের ভোটার তালিকায় তার নাম রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।শুধু তাই নয়, স্থানীয় সূত্রে আরও জানা গেছে ওই ব্যক্তি সোনামুড়া শহরে টাইলসের ব্যবসা খুলে বসেছেন।গত দেড় বছর ধরে সোনামুড়া ধলিয়াই এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে টাইলসের ব্যবসা করে যাচ্ছেন। দোকানের নাম শাহিন এন্টারপ্রাইজ। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক। তার নাম মোঃ মোতাহের হোসেন।বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার মুরার বাড়ি, বাড়ইপুর।বাড়ইপুর ৫ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় তার নাম রয়েছে। ভোটার তালিকায় তার নামের ক্রমিক নম্বর হচ্ছে ১১৩ এবং ভোটার নম্বর হচ্ছে ১৯২০১৩০০০০৪৬।ভোট কেন্দ্র হচ্ছে শুভপুর মনোয়ারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন শুভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। নির্বাচন ক্ষেত্র ২৫৮ কুমিল্লা ১০ সংসদীয় আসন। স্থানীয়দের অভিযোগ,সেই একই ব্যক্তির নাম রয়েছে ধনপুর বিধানসভা কেন্দ্রে মাছিমা (মাছিমা উত্তর) গ্রাম-দক্ষিণ পাহাড় পুর ভোটার তালিকা। ক্রমিক নম্বর ২৪৪, বাড়ি নম্বর ১৩৫। প্রশ্ন হচ্ছে কি করে এটা হলো?
স্থানীয় সূত্রে যে তথ্য পাওয়া গেছে, তা রীতিমতো চোখ কপালে উঠার মতো।জানা গেছে,ভারতীয় নাগরিক এবং ওই এলাকার প্রভাবশালী এক ব্যক্তির পিতাকে নিজের পিতা হিসাবে দাবি করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, যাত্রাপুর এলাকায় সরকারী খাসের জমিতে বসবাস করছেন।বর্তমানে ওই জমিতে বিল্ডিং তুলছেন বলে খবর। স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা রয়েছে। কন্যাকে কাশীপুর লাড্ডু চৌমুহনী এলাকায় বিবাহ দিয়েছেন।স্থানীয়দের অভিযোগ, টাইলসের ব্যবসা আসলে লোক দেখানো। আদতে নেশা পাচার বাণিজ্যের সাথে যুক্ত বলে স্থানীদের অভিযোগ। এই ভাবে প্রচুর অর্থ কামিয়েছেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বছর পাঁচেক হবে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে এখানে এসেছেন। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকাতেও ওই ব্যক্তির নাম রয়েছে।স্থানীয়দের দাবি, সরকার ও প্রশাসন সঠিকভাবে তদন্ত করলে সব তথ্য বেরিয়ে আসবে।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…