সুশাসন না দুঃশাসন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

গত ১৭ সেপ্টেম্বর সারা দেশ জুড়ে পালন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে একই সাথে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলোতে ‘ প্রতিঘরে সুশাসন ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এই কর্মসূচি চলবে আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত । এখন এই প্রতিঘরে সুশাসন কর্মসূচি ঘিরেই জনমনে একদিকে বিভ্রান্তি যেমন তৈরি হয়েছে, অন্যদিকে এই নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে । বিভ্রান্তির পিছনে প্রধান কারণ হচ্ছে , প্রতিঘরে সুশাসন বলতে সরকারী ও দলীয় উদ্যোগে যে বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে , তার মাধ্যমে প্রকৃতপক্ষে জনগণকে কী বোঝানোর চেষ্টা হচ্ছে ? দ্বিতীয়ত , চর্চার পিছনে মূলত কারণটা হচ্ছে বিরোধীদের ব্যাপক সমালোচনা । বিরোধীদের বক্তব্য ও দাবি হচ্ছে সুশাসন নয় , বিজেপি আমলে দুঃশাসন চলছে । ফলে একদিকে সুশাসন , অন্যদিকে দুঃশাসন নিয়ে বিতর্ক , চর্চা , আলোচনা , সমালোচনা , দাবি পাল্টা দাবি ঘিরে রাজনীতি এখন বেশ সরগরম হয়ে উঠেছে ।প্রশ্ন হচ্ছে সুশাসন কী ? সুশাসনের ধারণা , সংজ্ঞা ও উপাদান কী ? এই বিষয়গুলি আগে স্পষ্ট হওয়া দরকার । সুশাসন হলো এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতার সুষ্ঠু চর্চা হয় । এই শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনসভাবে অংশগ্রহণ করতে পারে । সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে । নারী – পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে । এটি স্বচ্ছতা , জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে । আরও একটু বিস্তারিতভাবে বললে , সুশাসন হলো এমন এক প্রক্রিয়া যা একটি দেশ বা রাজ্যের রাজনৈতিক , অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে । এই শাসন প্রক্রিয়ায় জনগণের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায় । জনগণ দ্বারা নির্বাচিত সরকারের স্বচ্ছতা – জবাবদিহিতার সঙ্গে নিশ্চিত হয় সামাজিক ন্যায় বিচার ও সামাজিক – সাংস্কৃতিক বহুত্ববাদ । সুশাসনের মূল ভিত্তি হলো মূল্যবোধ । সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো ‘ গুড গভর্নেন্স ‘ । বিশ্ব ব্যাঙ্কের মতে , সুশাসন হলো এমন এক প্রক্রিয়া যেখানে , রাজনৈতিক কর্তৃত্ব ও প্রাতিষ্ঠানিক সম্পদ সমাজের সমস্যা ও চাহিদা পূরণে ব্যবহৃত হয় । সুশাসনের মূল উপাদানই হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা । জবাবদিহিতার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা পায় । সিদ্ধান্ত বা পরিকল্পনা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত হলে সহজেই সঠিক তথ্য পাওয়া যায় । স্বচ্ছতা প্রতিষ্ঠা পেলে সরকারী অর্থ ব্যয়ে দুর্নীতি অনেকাংশে কমে যায় । সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ‘ আইনের শাসন ‘ । এটি একটি রাষ্ট্র ও রাজ্যের সবচেয়ে প্রয়োজনীয় ও বৈধ উপকরণ । মানবাধিকার নিশ্চিতকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইনের শাসন । , এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে , বর্তমান সামাজিক , রাজনৈতিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে সুশাসনের প্রকৃত সংজ্ঞা , উপাদান | সভাপতিযে কতটা কার্যকরী করা হচ্ছে বা পালন করা হচ্ছে ? এর নির্ণয় করবে কে ? অথবা এর মাপকাঠি বিচার করবে কে ? হ্যাঁ , নির্ণয় করবে আম জনতা । বিচার করবে সাধারণ জনগণ । কারণ , সুশাসনই হোক আর দুঃশাসন – জনগণই এর প্রকৃত বেনিফিসিয়ারি । জনগণের ভোটে নির্বচিত সরকার শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে সুশাসন কায়েম করার দায় কিন্তু সেই নির্বাচিত সরকারের । এই ক্ষেত্রে সরকার কতটা সাফল্য অর্জন করতে পেরেছে বা পারছে তার বিচার কিন্তু জনগণই করবে । ফলে , যে যতই স্লোগান তুলুক , রঙিন বিজ্ঞাপনের ঝলকানিতে বাস্তবকে আড়াল করার চেষ্টা হলে মানুষই এর জবাব দেবে । তাই সুশাসন না দুঃশাসন ? আগামী কয়েক মাসের মধ্যেই তার উত্তর ও প্রমাণ পাওয়া যাবে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

1 day ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

1 day ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

1 day ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

1 day ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago