সুড়ঙ্গে আটক ৮ শ্রমিকের উদ্ধারকাজে এবার এল ‘টিম সিলকিয়ারা’!!

 সুড়ঙ্গে আটক ৮ শ্রমিকের উদ্ধারকাজে এবার এল ‘টিম সিলকিয়ারা’!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আট শ্রমিক উদ্ধার করাই চ্যালেঞ্জের ব্যাপার ছিল।এখন লড়াইটা সময়ের সাথে। তেলঙ্গানায় ধসে পড়া সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন ৮ শ্রমিক-আধিকারিক। কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা।সময়ের সাথে সাথে অন্ধকার সুড়ঙ্গে বন্দি থাকা শ্রমিকদের বাঁচার আশঙ্কা কমছে ধীরে ধীরে। উদ্ধারকারী দল, এনডিআরএফ, সেনাবাহিনী মিলে একযোগে চেষ্টা চালালেও, উদ্ধারে বাধা হয়ে দাঁড়াচ্ছে ধসে পড়া মাটি-সিমেন্টের চাঁই ও জমা জল। এবার উদ্ধারকাজে যোগ দিল ৬ সদস্যের বিশেষ টিম, যারা ২০২৩ সালে উত্তরাখণ্ডের সিলকিয়ারায় সুড়ঙ্গে উদ্ধারকার্য চালিয়েছিলেন। উল্লেখ্য তেলঙ্গানার নাগারকুর্নুল জেলার শ্রীসইলাম বাধের পিছনে তৈরি হচ্ছিল ৪৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ। শনিবার সকালে সুড়ঙ্গে লিক দেখা দেওয়ায় কয়েকজন শ্রমিক ভিতরে ঢোকেন সংস্কারকাজের জন্য। কাজ চলাকালীনই আচমকা ধসে পড়ে সুড়ঙ্গের বাঁ’দিকের একটি অংশ।অধিকাংশ শ্রমিকই বেরিয়ে আসতে পারলেও,৮ জন ভিতরে আটকে পড়েন। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক অবস্থায় বের করা যাবে আটকে পড়া শ্রমিকদের।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.