সুয়েজ খালে ফের আটকে গেল জাহাজ

 সুয়েজ খালে ফের আটকে গেল জাহাজ
এই খবর শেয়ার করুন (Share this news)

বিশ্ব বাণিজ্যের সবচেয়ে ব্যস্ততম সুয়েজ খালে আবারও আটকে গেল জাহাজ । ৮২৮ ফুট দীর্ঘ জাহাজটি সুয়েজের সরু অংশে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । বুধবার খালের সরু পথে কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় নৌযান চলাচল । জানা গেছে , যাতায়াতের সময় খালের দক্ষিণ ভাগের সরু অংশে আটকে পড়ে সিঙ্গাপুর ভিত্তিক অ্যাফিনিটি ফাইভ । পেছনে তৈরি হয় আরও কয়েকটি জাহাজের লাইন। পাঁচটি টাগ বোট দিয়ে বড় ধরনের জটিলতা ছাড়াই সরিয়ে নেওয়া হয় জাহাজটি । আটকে যাওয়া অ্যাফিনিটি ফাইভ পর্তুগালে মালামাল নামিয়ে সৌদি আরবের উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছে নৌযান চলচাল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার্স ট্র্যাকারস । উল্লেখ্য , এর আগে ২০২১ সালের মার্চের শেষে সুয়েজ খালের সরু পথে আড়াআড়ি আটকে পড়েছিল পণ্যবাহী জাহাজ ‘ এভার গ্রিন ’ । তখন খালের দু’পাশে তৈরি হয় তিনশ নৌযানের জট । ছয়দিন অভিযানের পর সরানো সম্ভব হয় বিশালাকার জাহাজটি ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.