সেতু নয়,যেন মরণফাঁদ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। অমরপুর-অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া সড়কের রাঙ্গামাটি খেয়াঘাটস্হিত গোমতী নদীর উপরের পাকা সেতুটি খুবই বিপদজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে। অনেকটা ঝুঁকি নিয়েই যানবাহন চালকরা ওই পাকা সেতুর উপর দিয়ে যাত্রী নিয়ে চলাচল করছে। সেতুর উপর এখনো বড়সড় কোন দুর্ঘটনা না ঘটলেও ছোটখাট দুর্ঘটনা লেগেই রয়েছে। বাম আমলে অমরপুর পূর্ত দপ্তর একাধিক ঠিকেদার বদল করে একযুগেরও বেশী সময় ধরে নির্মান কাজ চালিয়ে এই সেতু নির্মাণ করছে। তৎকালিন সময়ে আঠারো কোটি টাকা ব্যয়ে ওই পাকা সেতুটি নির্মান করা হয়েছিল। সেতু নির্মাণ করার সময়েই ব্যপক দুর্নীতির অভিযোগ উঠেছিলো।

এই নিয়ে সে সময় দৈনিক সংবাদে বিস্তারিত সংবাদও প্রকাশ হয়েছিলো। তাছাড়া নির্মান কাজ পুরোপুরি সম্পন্ন না করেই ২০১৭ সালের শেষ দিকে বিধানসভা ভোটের প্রাক্কালে ঘটা করে ওই পাকা সেতুটির উদ্বোধন করে জনগনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পাঁচ বছর যেতে না যেতেই সেই পাকা সেতুর কংক্রিট উঠে কংঙ্কাল বেড়িয়ে এসেছে একাধিক জায়গায়। যার খেসারত গুনছেন ওই সেতুর উপর দিয়ে নিত্য যাতায়াতকারী যানবাহন চালক,নিত্যযাত্রী সহ রাঙ্গামাটি,বামপুর, দেববাড়ি, কাসকো, সরবং এলাকার আপামর জনসাধারণ। ওই পাকা সেতুটির উপর দিয়ে যানবাহন চলাচল ও মানুষের যাতায়াত শুরু হওয়ার বছর খানেক যেতে না যেতেই সেতুটির বিভিন্ন স্থানে হাড়গোর বেড়িয়ে আসতে শুরু করে। কংক্রিটের ঢালাই উঠে গিয়ে লোহার রড বেড়িয়ে এসে বিপদজ্জনক অবস্থা হয়ে দাঁড়ায়।

অমরপুরের পূর্ত কর্তারা কয়েক বছর ধরে ওই সেতুটির রড বেড়িয়ে আসা স্থান গুলিতে সিমেন্ট বালির মিস্রন দিয়ে ক্ষত স্থানে মলম লাগিয়ে নিজেদের ব্যার্থতা আড়াল করার ব্যার্থ চেষ্টা করেছেন। সংস্কারের দিন কয়েক যেতে না যেতেই ফের পুর্বাবস্থায় ফিরে আসে পাকা সেতুটির বিভিন্ন অংশ । বিগত কয়েক বছর ধরেই অমরপুর- অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া সড়কটি রক্ষনাবেক্ষনের দায়িত্ব হস্তান্তরিত হয় বহিঃরাজ্যের নির্মান সংস্থা এন এইচ আই ডি সি এলের উপর। স্বাভাবিক ভাবেই ওই পাকা সেতুটির সংস্কারের দায়িত্বও সংশ্লিষ্ট সংস্থাটির। তারাও ক্ষতস্হানে প্রলেপ দিয়ে হাড় গোড় ঢাকার চেষ্টা করেছে। কিন্তু ক’দিন যেতে না যেতেই আবার একই অবস্থা। বর্তমানেও ওই পাকা সেতুটির বিভিন্ন স্থানে কংক্রিটের ঢালাই উঠে গিয়ে আরসিসির রড বেড়িয়ে বিপদজ্জনক অবস্থা হয়ে আছে। গত কয়েকদিনে বেশ কয়েকজন বাইসাইকেল আরোহী এবং বেশ কয়েকজন স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীকে দুর্ঘটনার কবলে পরতে হয়েছে। কিন্ত সেতুটির সংস্কারের কোন উদ্যোগ নেই। ফলে ক্ষুব্দ সংশ্লিষ্ট সকলেই। 

Dainik Digital

Recent Posts

কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে জেএমএম সাংসদ!!

অনলাইন প্রতিনিধি :-কুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফিরছিলেন। ফেরার পথেই পথ দুর্ঘটনার কবলে পড়লেন ঝাড়খণ্ড মুক্তি…

14 hours ago

শ্রম দপ্তরে এক করণিকের বিরুদ্ধে অর্থ লুঠের অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-সুশাসনে আর্থিক দুর্নীতি জাঁকিয়ে বসেছে। সরকারী এবং সরকার অধিগৃহীত বিভিন্ন দপ্তরে যেন অর্থ…

17 hours ago

চার বছর ধরে আটকে থাকা পদোন্নতি মিললো দুই ঘণ্টায়!!

অনলাইন প্রতিনিধি :-চার বছর ধরে পদোন্নতি ফাইলবন্দি। যদিও ইউজিসির নির্দেশিকায় ২০২২ এর ২১ এপ্রিল থেকেই…

17 hours ago

খুব বেশি দূরে নয়, যখন আসাম আদর্শ হবে: মোদি।।

অনলাইন প্রতিনিধি :-উত্তর পূর্ব ভারত মঙ্গলবার ভবিষ্যতের একটি নতুন যাত্রা শুরু করছে।আসামের অবিশ্বাস্য সম্ভাবনা ও…

17 hours ago

সাসপেন্ড ১২ জন আপ বিধায়ক!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সরকার গড়ার পরেই ‘আপের শেষ দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিল পদ্ম শিবির এবার…

2 days ago

শিখ দাঙ্গায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন!!

অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…

2 days ago