বোমা নিষ্ক্রিয় করতে এতদিন ঘটনাস্থলে ছুটে যেতে হতো ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত বম্ব স্কোয়াডকে । তবে তাতেও জওয়ানদের প্রাণের ঝুঁকি থাকত । এবার সেই দিনের অবসান হল । ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এমন এক রোবট তৈরি করে ফেলেছে , যে যন্ত্রটি তাজা বোমাকে নিষ্ক্রিয় করে ফেলতে পারবে । অনেক দিন ধরে এমন একটি রোবট তৈরির উপর গবেষণা করছিলেন ডিআরডিও – র বিজ্ঞানীরা । মূল লক্ষ্য ছিল , জওয়ানদের জীবনের ঝুঁকি কমানো ।
বিশেষ করে অপরিসর জায়গায় মানুষের পক্ষে বোমার অস্তিত্ব খুঁজে বার করা রীতিমতো ঝুঁকিবহুল কাজ । সেই কাজটাই করে দেবে এই রোবট । যন্ত্রটির নাম দেওয়া হয়েছে ‘ মিনি দক্ষ ’ । এই রোবটের বিশেষত্ব হল , শুধু মাটিতে লুকিয়ে থাকা বোমা নয় , গাড়ি , বাস – ট্রেন এবং বিমানের ভিতরে ঢুকে বোমা নিষ্ক্রিয় করবে এবং সেই নিষ্ক্রিয় বোমা তুলে দেবে সেনার হাতে । ডিআরডিও সূত্রের খবর , ১০০ মিটার দূর থেকে দূরসঞ্চার স্ক্রিনের সাহায্যে মিনি দক্ষকে চালনা করা যাবে । মাঝখানে কোনও মানুষের হস্তক্ষেপের প্রয়োজন হবে না ।
মাটি থেকে রিমোর্টের সাহায্যে যে ভাবে আকাশে ড্রোনকে নিয়ন্ত্রণ করা হয় , অনেকটা সে ভাবে মিনি দক্ষকে দিয়ে বোমা নিষ্ক্রিয় করার কাজটি করা হবে । যেহেতু খুব ধীরে ধীরে অকুস্থলে পৌঁছে কাজটি করবে রোবট , তাই কারও প্রাণের ঝুঁকি কার্যত থাকবে না । মিনি দক্ষের ওজন ১০০ কিলোগ্রাম । এই যন্ত্রটি ২৫ কিলো পর্যন্ত ওজন তুলতে সক্ষম । এর দুটি ডানা দুই দিকে আড়াই মিটার পর্যন্ত প্রসারিত হতে পারে । আবার সরু জায়গাতেও নিজেকে গুটিয়ে সঙ্কুচিত করে নিতে পারে এই রোবট । এর সামনে কাঁকড়া বিছার শুড়ের মতো দুটি ‘ ক্লাচ ’ আছে । তার মধ্যে আছে একটি এক্স – রে এবং একটি গামা রশ্মি ক্যামেরা ।
আছে একটি ওয়াটার জেট । যা গুলীর মতো তীব্র বেগে জট ছিটিয়ে তাজা বোমাকে নিষ্ক্রিয় করে দিতে পারে । রোবটের শুঁড় প্রথমে সন্দেহজনক বস্তুটিকে ধরবে । ধীরে ধীরে সেটিকে অপরিসর জায়গা থেকে বড় জায়গায় নিয়ে যাবে । এক্স – রে স্ক্যানার দিয়ে বিস্ফোরণটি স্ক্যান করবে । এই রোবটের মুখ দিয়ে একই সঙ্গে এক্স রশ্মি এবং গামা রশ্মি বেরোবে । তারপর ওয়াটার জেট ডিসরাপ্টার বন্দুক দিয়ে বোমাটিকে নিষ্ক্রিয় করবে । এর মধ্যে রয়েছে পোর্টেবল গ্যাস ক্রোমাটোগ্রাফ ( পিজিসি ) । ৪০ ডিগ্রি কৌণিক অবস্থান নিয়ে যে কোনও উঁচু জায়গায় আরোহণ করতে পারে এই রোবট । উঠতে পারে বিমানের সিঁড়ি ধরে । এর গতিবেগও নেহাত কম নয় । ঘণ্টায় ৫০ কিলোমিটার । হাইটেক্স রোবোটিক্স কোম্পানির কর্তারা দাবি করেছেন , ভারতের অস্ত্র ভাণ্ডারে মিনি দক্ষ একটি অভিনব পণ্য । এই রোবট বহু সেনার জীবনের ঝুঁকি কমিয়ে দেবে । ডিআরডিও – র সঙ্গে যুগ্ম ভাবে মিনি দক্ষ তৈরির গবেষণায় যুক্ত ছিল গুরুগ্রামের হাইটেক রোবোটিক্স সিস্টেমস লিমিটেড নামে একটি সংস্থা ।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ( এআই ) প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে । ডিআরডিও এক বিবৃতিতে জানিয়েছে , এই মুহূর্তে তাদের কাছে ১৮ টি মিনি দক্ষ আছে । তবে আগামী কয়েক মাসের মধ্যে সংখ্যাটা ৩৬ পৌঁছে যাবে । ন্যাশনাল সিকিউরিটি গার্ড ( এনএসজি) ইতিমধ্যে ১০ টি মিনি দক্ষের অর্ডার দিয়েছে । জম্মু – কাশ্মীর পুলিশ দিয়েছে ৫ টি রোবটের অর্ডার । সেনা সূত্রে জানানো হয়েছে , আগামী দিনে বড় শহরগুলির গুরুত্বপূর্ণ এলাকা এবং বিশেষত সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…