গ্রুপ এ – তে অস্ট্রেলিয়ার কাছে হেরে অভিযান শুরু করলেও পাকিস্তানের পর বার্বাডোজকেও উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের ভারত । বুধবার ভারতীয় সময় রাতের ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দল ১০০ রানে সহজ জয় পেয়েছে । টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় বার্বাডোজ । ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে ।
তিনে নেমে ছটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন জেমাইমা রড্রিগেজ । সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ওপেনার শেফালি ভার্মা করেন ২৬ বলে ৪৩। দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা । স্মৃতি মান্ধানা ৫ , হরমনপ্রীত কৌর ০ ও তানিয়া ভাটিয়া ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন । জবাবে খেলতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বার্বাডোজ। শেষ অবধি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬২ রান তোলে তারা ।
অন্যদিকে , কমনওয়েলথ গেমস ক্রিকেটে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামার আগেই বিদায় নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের । এজবাস্টনে নিয়মরক্ষার শেষ ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল । যেখানে লজ্জার ব্যাটিংয়ে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৬ রানে গুটিয়ে গিয়েছে শ্রীলঙ্কা ।
টসে হেরে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেছে লঙ্কান বাহিনী । এর আগে কখনও ৫০ রানের নিচে অলআউট হয়নি শ্রীলঙ্কা । নাদিন ডি ক্লার্ক প্রোটিয়া দলের হয়ে তিনটি উইকেট নিয়েছিলেন । দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল ৬.১ ওভারের মাথাতেই জয় তুলে নিয়েছিল।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…