সেল্ফ ডিফেন্স ট্রেনিংয়ে প্রশিক্ষক নিয়োগ করবে ক্রীড়া দপ্তর!!
অনলাইন প্রতিনিধি :-ক্যারাটে, বক্সিং, কিক বক্সিং,ওসো ও জুডো এই ধরনের ইভেন্টগুলোর উপর স্কুল পড়ুয়া মেয়েদের আত্মরক্ষা তথা সেল্ফ ডিফেন্স ট্রেনিং প্রদানের জন্য মাস্টার ট্রেনার নিয়োগ করতে যাচ্ছে সিপাহিজলা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। রাজ্যের সেল্ফ ডিফেন্স সার্টিফিকেট হোল্ডার প্রাপ্ত (ন্যাশনাল ও স্টেট লেভেল পদক জয়ী) ১৮-৪০ বছরের খেলোয়াড় ছেলে-মেয়েদের এই সেল্ফ ডিফেন্স ট্রেনিংয়ের জন্য প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। সিপাহিজলা জেলার অন্তর্গত প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরে ২৮২টি স্কুলে তিন মাস ব্যাপী এই (রাণী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ) সেল্ফ ডিফেন্স ট্রেনিং করানো হবে বিভিন্ন বয়সের ছাত্রীদের) তার জন্য আগামী ৭-১৬ মার্চ আবেদন জমা নেওয়া হবে। সিপাহিজলা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মহকুমা দপ্তরগুলোতে অফিস চলাকালীন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে যুবক-যুবতী প্রার্থীরা তাতে আবেদন করতে পারবেন।একজন ট্রেনার দুটো স্কুলে ১৫ দিন করে ট্রেনিং দেবেন। তার জন্য একজন ট্রেনার দুটো স্কুলের জন্য আড়াই হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা করে পারিশ্রমিক পাবেন। সিপাহিজলা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা সমীর দেববর্মা আজ এখবর জানান।এদিকে, পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে পশ্চিম জেলার বিভিন্ন স্কুলে সেল্ফ ডিফেন্স ট্রেনিংয়ের জন্য ট্রেনার নিয়োগ করা হবে। সেল্ফ ডিফেন্স সার্টিফিকেট হোল্ডারদের আগামী ১৫ মার্চের মধ্যে বাধারঘাটের পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের কার্যালয়ে সেল্ফ ডিফেন্স সার্টিফিকেট সহ নাম জমা দিতে অনুরোধ করা হয়েছে। পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা শান্তনু সূত্রধর এ খবর জানান।