সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেটে রাজ্যদল ঘোষণা

 সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেটে রাজ্যদল ঘোষণা
এই খবর শেয়ার করুন (Share this news)

জয়পুরে আগামী ১১ অক্টোবর গোয়া ম্যাচ দিয়ে রাজ্য সিনিয়র ক্রিকেট দলের সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি-২০ ক্রিকেট অভিযান শুরু হচ্ছে। ঋদ্ধিমান সাহার নেতৃত্বে এবার জাতীয় ক্রিকেটে খেলবে ত্রিপুরা। ইতিমধ্যে ত্রিপুরার টিমের নিজেদের মধ্যে জয়পুরেই কয়েকটি প্রস্তুতি ম্যাচের পর চূড়ান্ত ১৫ জনের রাজ্যদল ঘোষণা করা হয়েছে। স্ট্যাণ্ডবাই হিসাবে রয়েছে ৫ জন। বাকি ১৬ জনকে নিয়ে দুই সিনিয়র নির্বাচক আগরতলায় ফিরে এসেছেন। এখন সিনিয়র দল গোয়া ম্যাচকে সামনে রেখেই প্রস্তুতিতে ডুবে রয়েছে।
জাতীয় সিনিয়র টি-২০ ক্রিকেটে যারা রয়েছেন। ১৫ জনের দল :
ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), রজত দে (সহ-অধিনায়ক), বিক্রম কুমার দাস, সুদীপ চ্যাটার্জি, দীপক ক্ষত্রি, শুভম ঘোষ, শ্রীদাম পাল, মণিশঙ্কর মুড়াসিং, রানা দত্ত, অজয় সরকার, চিরঞ্জিৎ পাল, শঙ্কর পাল, পারভেজ সুলতান, বিশাল ঘোষ ও অর্কপ্রভ সিন্হা। স্ট্যাণ্ডবাইঃ বিক্রম দেবনাথ, শারুক হুসেন, নিরুপম সেন চৌধুরী, অভিজিৎ সরকার ও সন্দীপ সরকার।
ঋদ্ধিমান সাহার নেতৃত্বে প্রথমবার রাজ্য সিনিয়র দল মুস্তাক আলি ট্রফি টি-২০ ক্রিকেট খেলতে নামছে। এই টুর্নামেন্টটি ত্রিপুরার মতো ঋদ্ধিমানের জন্যও খুব গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং।
তবে টি-২০ টিমে উদীয়ান বোস, অমিত আলিদের যেমন ফিটনেস টেস্টের নামে আটকে দেওয়া হয়েছে তেমনি যাকে লাল বলের ক্রিকেটার বলে টিসিএর কর্তাদের দাবি ছিল সেই রানা দত্ত অবশ্য টি-২০ ক্রিকেটের সাদা বলের ১৫ জনের টিম।
অবশ্য সিনিয়র টি-২০ টিম গঠনে টিসিএ যে নাটক করেছে তাতে একটা ভালো সিনেমা তৈরি হতে পারে। ফিটনেস টেস্টের নামে উদীয়ান, অমিত সহ ১৬ জনকে প্রথমে আটকে তারপর দ্বিতীয় দফার টেস্টে ৯ জনকে পাস ঘোষণা। জয়পুরে ৩৬ জনকে পাঠানো সেখানে লোক দেখানো। প্র্যাকটিসশেষে ৩৬ জনের মধ্যে ১৫ জনকে বেছে নেওয়া পুরোপুরি সিনেমার মতো।
টিসিএর বর্তমান কমিটির বিরুদ্ধে কিন্তু ক্লাবগুলির সবচেয়ে বেশি অভিযোগ এই সিনিয়র টিম গঠন নিয়েই।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.