সোনামুড়া নাবালিকা অপহরণ কান্ডে ধৃত ১
দৈনিক সংবাদ অনলাইনঃ পুলিশের জালে আটক সোনামুড়া থেকে নাবালিকা অপহরণের ঘটনায় যুক্ত এক বখাটে যুবক। উল্লেখ্য, গত তিন দিন আগে সোনামুড়া থেকে এক নাবালিকাকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য।
বুধবার আর কে পুর থানার ওসি বাবুল দাস, গর্জি ফাঁড়ি থানার ওসি শান্তনু দেববর্মা সোনামুড়া থানার ওসি মানিক দেবনাথ পুলিশের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আর কে পুর থানার অন্তর্গত তৈনানি এলাকা থেকে এই অপহরণ কান্ডে যুক্ত এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পাশাপাশি অপহরণ হওয়া নাবালিকা মেয়েটিকেও উদ্ধার করল পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যায় নি।