সোনার বাংলায় গুলিকান্ডে গ্রেপ্তার দুই,উদ্ধার দুই গাড়ি !!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা,২৭ অক্টোবর।। রাজধানীর এয়ারপোর্ট থানাধীন নতুন নগর সোনার বাংলা ধাবায় মঙ্গলবার রাতে গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতরা হলো প্রভাকর ঘোষ(৪০) , বাড়ি এয়ারপোর্ট থানার ঊষা বাজার এলাকায়। প্রভাকর স্থানীয় ভারত রত্ন ক্লাবের সম্পাদক।অপর জন সন্তোষ দাস (৩৫)। তার বাড়িও ঊষা বাজার এলাকায়।
বুধবার গভীর রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। এবং গুলি কাণ্ডের ঘটনায় ব্যবহৃত দুটি গাড়িও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার পুলিশ আদালতে সোপর্দ করবে। এই ঘটনার সঙ্গে জড়িত আরো কয়েকজনকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। মঙ্গলবার রাতের এই ঘটনায় এখনো এলাকায় আতংক বিরাজ করছে। তবে পুলিশ ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দুই অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশের হাতে এই সাফল্য আসে।