সম্প্রতি রাজস্থানের ইদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কমিটি গঠন শুরু করে দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী ইতিমধ্যেই তিনটি গ্রুপ তৈরি করেছেন। এই গ্রুপগুলিতে তিনি সংস্কারপন্থীদের রেখেছেন। এটা করে কংগ্রেস সভানেত্রী একদিকে দলে ঐক্যের বার্তা দিলেন, অন্যদিকে বিদ্রোহী নেতাদের তুষ্ট করার চেষ্টা করলেন। যে তিনটি গ্রুপ করলেন সোনিয়া এগুলি হল- গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গাইড করার জন্য রাজনৈতিক সংক্রান্ত গ্রুপ, উদয়পুরে নেওয়া নব সংকল্প ঘোষণাপত্র বাস্তবায়ণের জন্য টাস্ক ফোর্স ২০২৪ গঠন এবং আগামী ২ অক্টোবর থেকে নেওয়া ‘ভারত জুড়ো যাত্রা’র বাস্তবায়ণ গ্রুপ। রাজনৈতিক সংক্রান্ত যে গ্রুপ গঠন করা হয়েছে এতে রাহুল গান্ধী, জি-২৩ এর নেতা গুলাম নবী আজাদ, আনন্দ শর্মাদের রাখা হয়েছে। অন্যদিকে টাস্ক ফোর্সে পি চিদাম্বরম, প্রিয়াঙ্কা গান্দীদের রাখা হয়েছে।
রাজনৈতিক সংক্রান্ত গ্রুপের নেতৃত্বে রয়েছেন সোনিয়া গান্ধী স্বয়ং। এছাড়া, রয়েছে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খারগে, গুলাম নবী আজাদ, অম্বিকা সোনি, প্রিয়াঙ্কা গান্ধী, রণদীপ সুরজেওয়ালা এবং সুনীল কানোগুলো। এই টাস্কফোর্সের সদস্যদের প্রত্যেককে সংগঠন, যোগাযোগ, মিডিয়া, ইলেকশন ম্যানেজমেন্ট, আর্থিক বিষয় ইত্যাদি নিয়ে নির্দিষ্ট টাস্ক দেওয়া হবে এবং এগুলি তাদের সম্পন্ন করতে হবে।
কার কী কাজ হবে তা শীঘ্রই জানানো হবে। এছাড়া টাস্ক ফোর্স উদয়পুরের চিন্তনশিবিরে নেওয়া নব সংকল্প ঘোষণাপত্র নিয়েও পরবর্তী পদক্ষেপ নেবে। উল্লেখ্য, উদয়পুরে তিনদিনের চিন্তন শিবিরের সমাপ্তি দিনে তার ভাষণে কংগ্রেস সভানেত্রী তিনটি গ্রুপ তৈরির ঘোষণা করেছিলেন।
এদিকে ‘ ভারত জুড়ো যাত্রা’ নিয়ে যে গ্রুপটি গঠন করা হয়েছে এতে রয়েছেন দিগ্বিজয় সিং, শচীন পাইলট, শশী থারুর, বভনীত সিং বিট্টু, কে জে জর্জ, প্রদ্যোত বরদলৈ, জিতু পাটোয়ারি এবং সালেম আহমেদ প্রমুখ।
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে ত্রিপুরা রাজ্যে মুক্তির জন্য যে রাস্তা তৈরি করেছি সেই রাস্তাকে আরও…
অনলাইন প্রতিনিধি :-কৃষিকাজে বহুল ব্যবহৃত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারে স্পেশাল ভর্তুকি রবি ও বোরো…
অনলাইন প্রতিনিধি :-রবিবারও ঘন কুয়াশার জেরে ভোগান্তি অব্যাহত রইল। ৬টি বিমান বাতিল হয়েছে। ১২৩টি বিমানের…
অনলাইন প্রতিনিধি :-ঘন কুয়াশার দাপটে ব্যাহত দিল্লি-সহ উত্তর ভারত। স্তব্ধ বিমান থেকে ট্রেন পরিষেবা। শনিবার…
অনলাইন প্রতিনিধি :- কৈলাসহরে ফার্মেসির আড়ালে চলছে চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিক সহ রক্ত ও অন্যান্য পরীক্ষা।…
ভারতে বিরোধী দলীয় রাজনীতিতে, ইন্ডিয়া জোটের কেন্দ্রীয় চরিত্র কংগ্রেসকে নিয়ে শরিকদের মধ্যে টানাপোড়েন বাড়ছে। সর্বশেষ…