Categories: দেশ

সোনিয়া যাচ্ছেন না ইডির জেরায়

এই খবর শেয়ার করুন (Share this news)

সোনিয়া গান্ধীর কোভিড সংক্রমণ ! বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকেই তথ্য জানানো হয় । যা নিয়ে শুধু কংগ্রেস নয় , গোটা রাজনৈতিক মহলেই উদ্বেগ ছড়িয়েছে । কারণ সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই অসুস্থ । তিনি নিয়ম করে মেডিকেল চেকআপ করার জন্য বিদেশে যান বছরের নির্দিষ্ট সময় । অসুস্থতার কারণে তার উপর অনেকরকম নিয়ন্ত্রণও করেছেন চিকিৎসকরা । এই অবস্থায় বেশ কয়েকবার সোনিয়া গান্ধী দলের কাছে অভ্যন্তরীণ বৈঠকে বলেছেন , তিনি সভানেত্রীর দায়িত্ব ছাড়তে চান । অন্য কাউকে স্থায়ী ভাবে সভাপতি করা হোক।কিন্তু এখন ও পর্যন্ত সভাপতি পদ নিয়ে কংগ্রেসের কোনও সিদ্ধান্ত হয়নি । অন্যদিকে জাতীয় স্তরের রাজনীতিতে বিজেপি বিরোধী জোটের ক্ষেত্রে অন্য আঞ্চলিক দলের কাছে সোনিয়া গান্ধীই কংগ্রেসের মুখ । রাহুল গান্ধীকে নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সিংহভাগ বিজেপি বিরোধী দলই মেনে নেয় না । আর যে কোনও সর্বদলীয় বৈঠকেও রাহুল গান্ধীর পরিবর্তে তাই সোনিয়া গান্ধীই থাকেন । মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শারদ পাওয়ারের কাছে কংগ্রেসের অবস্থান জানানোর দায় সোনিয়ারই । এই অবস্থায় স্বাভাবিকভাবেই অসুস্থ হলেও সোনিয়ার দায়িত্ব কমার কোনও সম্ভাবনা নেই । কারণ , কংগ্রেসের অন্দরেও এখন ও সোনিয়ার গ্রহণযোগ্যতাই সবথেকে বেশি । আর তাই সম্প্রতি উদয়পুরে দলের চিন্তন শিবিরে পর্যন্ত তাকেই যেতে হয়েছে । আজ দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন , সোনিয়া গান্ধী সম্প্রতি দলের বিভিন্ন পদাধিকারীর সঙ্গে দেখা করেছেন । রাজনৈতিক বৈঠক করেছেন ।

সম্ভবত এরকম কোনও বৈঠকের মাধ্যমেই তার কোভিড সংক্রমণ ঘটেছে । তিনি নিজেকে সম্পূর্ণ পৃথক করে নিয়েছেন । যারা সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন , তাদেরও তিনি অনুরোধ করছেন ,যাতে তারা নিজেদের নিভৃতবাস রাখেন। প্রধান নরেন্দ্র মোদিও সোনিয়া গান্ধীর কোভিড সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সুস্থতার কামনা করেছেন । এদিকে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেরার জন্য নোটিশ পাঠানোর পরই তার কোভিড সংক্রমণ ধরা পড়ায় আগামী ৮ জুন সম্ভবত তিনি জেরার নোটিশে সাড়া দিয়ে ইডি দপ্তরে যেতে পারবেন না । যদিও কংগ্রেস এই নোটিশ পর্বকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় । কংগ্রেস জানিয়েছে , যেভাবে সম্পূর্ণ রাজনৈতিক কারণেই এই নোটিশ ও জেরার সিদ্ধান্ত , তাই আইনি লড়াইয়ের পাশাপাশি কংগ্রেস নামতে চলেছে রাজনৈতিক লড়াইয়েও । ভারত জোড়ো যাত্রায় এই ইস্যুতে প্রচার করা হবে । বিশেষ করে গান্ধী পরিবারকে যে এখনও বিজেপি ভয় পায় বলেই এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ভয় দেখানোর প্রয়াস চলছে এই অভিযোগ করা হবে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

13 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

14 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

14 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

14 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

14 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

14 hours ago