অনলাইন প্রতিনিধি :-সোমবার থেকে ক্রিকেটের ছোট ফরম্যাটের টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে রাজ্য সিনিয়র দলের ব্যাট বলের প্র্যাকটিস শুরু হচ্ছে।আজই রাজ্য সিনিয়র দল জম্মু কাশ্মীর থেকে ইন্দোরে পৌঁছায়। আগামীকাল থেকে নতুন টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটের প্রস্তুতিতে নামবে মানদীপ সিং, মণিশংকর মুড়াসিং বাহিনী। আগামী ১৮-১৯ নভেম্বর এই দুদিন নিজেদের উদ্যোগেই রাজ্য সিনিয়র দল প্র্যাকটিস করবে।কুড়ি নভেম্বর থেকে টুর্নামেন্টের ভেন্যুতে প্র্যাকটিস।
এদিকে, আগামীকাল সিনিয়র নির্বাচকরা বসে ইন্দোরে টি-টোয়েন্টি সৈয়দ মুস্তাক আলির জন্য রাজ্যদল গঠনে বসবেন।যতদূর খবর, ইন্দোরে থাকা সতেরোজনের দলে হয়ত খুব একটা পরিবর্তন হবে না। খুব বেশি হলে একটা বা দুটো পরিবর্তন হতে পারে। সিনিয়র বোলার রানা দত্তকে রঞ্জির বাকি দুই ম্যাচের জন্য রাখা হতে পারে। এ হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে তার জায়গায় আগরতলা থেকে অন্য কাউকে পাঠানো হবে। এই ক্ষেত্রে ব্যাটার সম্রাট সূত্রধরের নামই এখন টিসিএর আলোচনায়। শুভম ঘোষের নামও নাকি আলোচনায় রয়েছে।
এদিকে, রঞ্জির ম্যানেজার রঞ্জন দত্ত আগরতলায় ফেরায় তার জায়গায় টি- টোয়েন্টির জন্য নতুন ম্যানেজার হিসাবে ইন্দোর যাচ্ছেন মণীশ ঘোষ। প্রসঙ্গত আগামী তেইশ নভেম্বর থেকে ইন্দোরে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি- টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ত্রিপুরার প্রথম ম্যাচ তামিলনাড়ুর বিরুদ্ধে।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেকলেজ শিক্ষকদের গড়ে ২০ লক্ষ টাকা গায়েব করে দিল রাজ্য সরকার।উল্টো গত সাত…
অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের আভ্যন্তরীণ অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেও প্রতিরাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি গরু চোরের দল খোয়াই…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরএক ভুঁইফোড় শিক্ষা প্রতিষ্ঠানকে আবারও প্রায় ৫ কোটি টাকার উপর বরাত দিল উপজাতি…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্র এবং রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী টিসিএস এবং নন-টিসিএস থেকে আইএএস পদে প্রমোশন…
অনলাইন প্রতিনিধি :-শিক্ষকঅভিজিৎ দে হত্যা মামলায় আটক চারজন অভিযুক্তই নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেছে।জয়ন্ত…
ফের আফস্পা, ফের আগুন, ফের অশান্ত মণিপুর।উত্তর পূর্বাঞ্চলে শান্তি ফিরাইবার যে দাবি এতদিন করিয়া আসিতেছে…