স্কলারশিপের দাবিতে বিক্ষোভ!
অনলাইন প্রতিনিধি :-স্কলারশিপ প্রদানের দাবিতে বুধবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অফিসে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয় বি.এড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, এই স্কলারশিপ প্রদানের বিষয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করতে সংশ্লিষ্ট দপ্তর। এর আগেও বেশ কয়েকবার এই স্কলারশিপের জন্য দাবি জানানো হয়েছে ছাত্র-ছাত্রীদের তরফে। জুন-জুলাই মাসে এই স্কলারশিপ দিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রায় সাত মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত তা দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই একপ্রকার বাধ্য হয়েই বুধবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অফিসে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি ৪ দিনের সময়সীমা বেধে দেওয়া হয় তাদের তরফে। এই ডিসেম্বর মাসের মধ্যে তাদের এই স্কলারশিপ না দেওয়া হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানানো হয়েছে ছাত্র-ছাত্রীদের তরফে।