স্কুলে তালা দিলো অভিভাবকরা!!
দৈনিক সংবাদ অনলাইন।। শিক্ষকের অভাবে গত শনিবার কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথ স্মৃতি মজুমদার উচ্চতর বিদ্যালয়ে সকালের প্রথম থেকে পঞ্চম বিভাগে তালা মেরে দিয়েছিলো অভিভাবকরা। গত দুই দিন ধরে নিরব থাকার পর সোমবার শিক্ষা দপ্তরের আধিকারিকরা এসে অভিভাবকদের সাথে কথা বলেন। জানা গেছে, আগামী বুধবার এই বিষয়ে জেলা আধিকারিক অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসবেন সমস্য নিরসনের জন্য।