রেকর্ড উৎপাদন, মন্ত্রী-বিধায়কদের আলু, চাল প্রদান কৃষিমন্ত্রীর!!
স্কুলে ২৫ জন শিশুর হাতে ব্লেডের আঘাত!!

অনলাইন প্রতিনিধি :-পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম এই চার শ্রেণি মিলিয়ে ২৫ জন ছাত্রের হাতে ব্লেডের আঘাতের চিহ্ন। কিন্তু কারা আঘাত করল শিশুদের? বিষয়টি ছড়িয়ে পড়তেই গোটা স্কুলে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যাচ্ছিল না। অবশেষে পুলিশের দ্বারস্থ হয় অভিভাবকরা। অভিযোগ, জবাবদিহি করতে অস্বীকৃতি জানিয়েছে স্কুলকর্তৃপক্ষ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে, গুজরাতের আমরেলি জেলার মুঞ্জিয়াসার প্রাথমিক বিদ্যালয়ে। তদন্ত করতে গিয়ে বিস্ফোরক তথ্য উঠে এল পুলিশের কাছে। পুলিশ সুপার স্কুলে যান এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। আহত শিশুদের সঙ্গে কথা বলেন। পুলিশের মতে, অনলাইন গেমিংয়ের প্রতি আসক্তির কারণে এই ঘটনা ঘটেনি। বরং ‘Truth and dare’ খেলতে গিয়েই শিশুরা এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ সুপার বলেছেন, ‘Truth and dare’ খেলার সময়ে সপ্তম শ্রেণির একজন শিশু অন্য শিশুদের চ্যালেঞ্জ করেছিল, যে তাঁর হাতে ব্লেড দিয়ে আঘাত করতে পারবে সে ১০ টাকা পাবে। আর যাঁরা তাঁকে আঘাত করতে পারবে না তাঁদের উল্টে তাঁকে ৫ টাকা দিতে হবে। এই চ্যালেঞ্জের পরে টাকার লোভে স্কুলের ২৫ জনেরও বেশি শিশু ব্লেড দিয়ে তাঁদের হাত কেটে ফেলে। ঘটনার পরপরই স্কুল প্রশাসন অভিভাবকদের সঙ্গে একটি বৈঠক করেন। যে বৈঠকে গ্রামের সরপঞ্চ ছিলেন। বৈঠক শেষে পুলিশ স্পষ্ট করে জানিয়েছে যে, মামলাটি ‘ট্রুথ অ্যান্ড ডেয়ার’ গেমের সঙ্গে সম্পর্কিত। খেলা চলাকালীন, বাচ্চারা শার্পনারের ব্লেড দিয়ে একে অপরের হাতে চিহ্ন তৈরি করত, সেই কারণেই তাঁদের হাতে ক্ষতর চিহ্ন দেখা গিয়েছে। এই বিষয়ে স্কুল প্রশাসনের অবহেলা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও গ্রামবাসীরা।