স্কেটিং করে যেতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৩১ বছরের যুবকের

এই খবর শেয়ার করুন (Share this news)

ভ্রমণের নেশায় বুঁদ তরুণ প্রজন্ম । একক রাইড , জলি রাইড , ভ্যান লাইফের মতো বিভিন্ন লাইফস্টাইলকে বেছে নিচ্ছেন আজকের তরুণ প্রজন্ম । সম্প্রতি কেরলের এক যুবকের পায়ে হেঁটে মক্কা যাওয়ার খবর ভাইরাল হয়েছে । কিন্তু এ ধরনের ভ্রমণ যেমন রোমাঞ্চকর তেমনি বিপজ্জনক । চরম সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হয় । একটু অসতর্কর্তাই ডেকে আনে বড় বিপদ । আর সেটাই হল । মঙ্গলবার হরিয়ানার পঞ্চকুলা জেলায় কেরলের এক যুবকের মৃত্যু হয়েছে ।

আনাস হাজাস নামে ৩১ বছরের যুবক স্কেটবোর্ডে কন্যাকুমারী থেকে কাশ্মীর যাচ্ছিলেন । একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাণ হারান ঘটনাস্থলেই । আনাস পঞ্চকুলার দপিঞ্জোর থেকে নালাগড় যাচ্ছিলেন বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে । আনাসের দেহ ময়নাতদন্তের পরে পিঞ্জোর থানার অধিকর্তা রাম করণের জানিয়েছেন , দুর্ঘটনার সময় আনাস স্কেটবোর্ডে ছিলেন । একটি চলন্ত ট্রাকের সামনে স্কেটবোর্ডটি পড়ে যায় ।

সম্ভবত ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন আর সেই ট্রাকের পিছনের দিকের বাঁদিকের চাকায় চাপা পড়ে যায় আনাসের দেহ । দুর্ঘটনার পরে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । তবে স্থানীয় কয়েকজন লরিটির রেজিস্ট্রেশন নম্বর পেয়ে পুলিশকে খবর দিয়েছেন । স্থানীয় লোকজন তৎক্ষণাৎ আনাসকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান । আর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় । কেরলের তিরুবনন্তপুরম থেকে আনাস চলতি বছরে ২৯ মে সাড়ে তিন হাজার কিলোমিটার যাত্রা শুরু করেছিলেন ।

আনাসের পাঠানো শেষ ভিডিওটি যা সমাজমাধ্যমে আপলোড করা হয়েছিল তা দেখে জানা যাচ্ছে গন্তব্যস্থল কাশ্মীর থেকে মাত্র ৬০০ কিলোমিটার দূরে ছিল সে । কেরলের তরুণ প্রজন্মকে ছোট্ট গ্রামের অ্যাডভেঞ্চার রাইডে উদ্বুদ্ধ করতেই সম্ভবত স্কেটবোর্ডে পা রেখেছিল আনাস । তার পাঠানো পুরানো ভিডিওগুলিকে পর্যবেক্ষণ করছে পুলিশ । যা দেখে পুলিশের মনে হচ্ছে প্রথম দিনে মাত্র ১৫ কিলোমিটার পথ স্কেটিং করতে আনাস । কিন্তু পরের দিকে দিনে প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পথ অতিক্রম করেছে । সে । সম্ভবত সমাজমাধ্যমে তার ফ্যান ফলোয়ারদের চাপেই এইভাবে গতি বাড়িয়েছিল । আর সেই গতিই কেড়ে নিল তার প্রাণ ।

কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষ করার পর তিনি তিরুবনন্তপুরমের একটি আইটি ফার্মে কাজ করছিলেন । আনাসের পরিবার সূত্রে জানা গিয়েছে , প্রায় তিন বছর আগে স্কেটিং বোর্ড কিনেছিলেন আনাস । তারপরে তিনি তার প্রশিক্ষণ শুরু করেছিলেন । স্কেটিং বোর্ডে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যাত্রা সম্পূর্ণ করার পাশাপাশি আনাস নেপাল , ভুটান এবং কম্বোডিয়ায় ভ্রমণের পরিকল্পনা করছিলেন । আনাসের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার বাবা । তিনি বলেছেন , নিয়মিত স্কেটিং বোর্ডে দীর্ঘক্ষণ প্রশিক্ষণ নিলেও , কাশ্মীরে তার ভ্রমণ পূর্বপরিকল্পিত ছিল না । যাত্রা শুরুর একদিন আগে সে তার বাবা – মাকে কাশ্মীর ভ্রমণের কথা জানিয়েছিল । লাগেজের মধ্যে ছিল কেবল দুই জোড়া কাপড় , এক জোড়া জুতো আর তার হেলমেট ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

10 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

10 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

12 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

12 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

12 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

12 hours ago