Categories: দেশ

স্টেট ব্যাঙ্কের ভল্ট থেকে ১১ কোটির কয়েন গায়েব!

এই খবর শেয়ার করুন (Share this news)

এক জায়গায় ২৮ কোটি টাকার নোট জড়ো করা থাকলে দেখতে কেমন লাগে , সদ্য গোটা দেশ দেখেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে । বিপুল পরিমাণে নগদ উদ্ধারের পর সেই ছবি টুইট করে প্রকাশ্যে এনেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি ) । এ বার ভাবুন , এক জায়গায় ১১ কোটি টাকার খুচরো কয়েন জড়ো করা থাকলে তার আকার কেমন হবে ! ছোটখাটো একটা পাহাড় । তাও যদি সেই কয়েনের স্তূপ একটি ঘরের মধ্যে থাকে , তবে তা আক্ষরিক অর্থেই ঘরের মধ্যে পয়সার পাহাড় । প্রায় তেমন পরিমাণের কয়েনের আস্ত পাহাড় উধাও হয়ে গেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভল্ট থেকে ! এমন চাঞ্চল্যকর ঘটনা সামনে আসার পর সংশ্লিষ্ট মহলে তোলপাড় শুরু হয়েছে । কোথায় গেল অত কয়েন ? খুঁজে বার করতে ২৫ টি জায়গায় তল্লাশিতে নামল সিবিআই । সূত্রের খবর , স্টেট ব্যাঙ্কের রাজস্থানের কারাউলিস্থিত শাখা থেকে ওই কয়েন গায়েব হয়ে গিয়েছিল । রাজস্থান পুলিশ সেই টাকা খুঁজে বার করতে ব্যর্থ হয় । পরে জয়পুর হাইকোর্টের নির্দেশে এই খুচরো দায়িত্ব বর্তায় সিবিআইয়ের ওপর । প্রায় চার মাস আগে , গত ১৩ এপ্রিল ১১ কোটি টাকার কয়েন উধাও হয়েছে । বলে এফআইআর দায়ের করে সিবিআই । দিল্লি , জয়পুর , দাউসা , কারাউলি , বিলওয়াড়া , সাওয়াই মাধোপুর , আলওয়ার , উদয়পুর – সহ ২৫ জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই । যে সব জায়গায় অভিযান চলেছে , তার মধ্যে ১৫ জন প্রাক্তন ব্যাঙ্ককর্মী ও অফিসারের বাড়ি রয়েছে । ২০২১ সালের আগস্টে ব্যাঙ্ক নগদ টাকার হিসেব মেলাতে গিয়ে দেখে তাদের ভল্ট থেকে বিপুল পরিমাণে খুচরো উধাও হয়ে গেছে । শুনে দেখা যায় , ৩ হাজার কয়েনের ব্যাগে পড়ে আছে ২ কোটি টাকা । এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ । সেখানে ব্যাঙ্ক জানায় , ১৩ , কোটি টাকারও বেশি মূল্যের কয়েন গণনা করার জন্য জয়পুর – ভিত্তিক এক বেসরকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল । এসবিআই তাদের অভিযোগে বলে , কয়েন গোনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট বেসরকারী সংস্থার কর্মচারীরা কয়েন গুনতে এসে ২০২১ সালের ১০ আগস্ট তারা স্টেট ব্যাঙ্কের গেস্টহাউজে রাত কাটান । কিন্তু সেখানে গুন্ডা গোছের কিছু লোকজন তাদের গণনা থেকে বিরত থাকার হুমকি দিয়েছিল । প্রশ্ন ওঠে , ব্যাঙ্কের যে কোনও শাখায় আজকাল চারদিকে সিসি ক্যামেরার আওতায় থাকে । ভল্টের ভিতরেও থাকে ক্যামেরা ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

2 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

3 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

3 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago