স্ট্রেচারে বহিঃরাজ্যে রোগী নিতে বিমান ভাড়া আকাশছোঁয়া!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- রাজ্য থেকে বহিঃরাজ্যে বিমানে গুরুতর অসুস্থ ও মুমূর্ষু রোগী স্ট্রেচারে নিতে দুর্ভোগের শেষ নেই। আগরতলা থেকে মূলত বিমানে স্ট্রেচারে সব চেয়ে বেশি রোগী নেওয়া হয় কলকাতায়। বিমানে দিন দিন স্ট্রেচারে রোগী নিতে শুধু রোগীর ভাড়াই কেবল বেড়েই চলেছে। আগরতলা থেকে বিমানে স্ট্রেচারে এক মাত্র এয়ার ইন্ডিয়ার বিমানেই নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু স্ট্রেচারে ভাড়া এয়ার ইন্ডিয়ার বিমানেআকাশছোঁয়া। ইন্ডিগোর বিমানে স্ট্রেচারে রোগী নেওয়া হয় না, এটা ঠিক নয়। ইন্ডিগোর বিমানে স্ট্রেচারে রোগী নিতে এমন সব কঠিন নিয়ম ও শর্ত চালু করে রাখায় কারও পক্ষে এই নিয়ম ও শর্ত পূরণ করে স্ট্রেচারে ইন্ডিগোর বিমানে রোগী নেওয়া সম্ভব হচ্ছে না। স্ট্রেচারের ভাড়াও এয়ার ইন্ডিয়ার তুলনায় ইন্ডিগোর ভাড়া কিছুটা বেশি। তাই আগরতলা থেকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় বিমানে স্ট্রেচারে গুরুতর অসুস্থ ও মুমূর্ষু রোগী নিতে চাপ পড়ছে এয়ার ইন্ডিয়ার উপরই। স্ট্রেচারে রোগী নিতে মোট ৯ টি সিট তথা আসন লাগে। ফলে স্ট্রেচারে শুধু একজন রোগীর ভাড়া পড়ে ১,৩৮,৮৫৬ টাকা। একজন রোগীর জন্য স্ট্রেচারে এয়ার ইন্ডিয়ার বিমানে এই ভাড়া ফিক্সড। এটা ৯ সিটের ভাড়া। স্ট্রেচারে ১,৩৮,৮৫৬ টাকা ভাড়া মিটিয়ে দিতে হয় এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর কাউন্টারে। শুধু স্ট্রেচারের এই ভাড়া ট্র্যাভেল এজেন্সিতে দেওয়া যায় না। স্ট্রেচারে রোগী নিতে ১,৩৮,৮৫৬ টাকার পাশাপাশি আরও অনেক টাকা লাগে। রোগী নিতে আলাদাভাবে অক্সিজেন লাগে। অক্সিজেন বাবদ ন্যূনতম ৪০০০ টাকা লাগছে বিমানে কলকাতায় স্ট্রেচারে রোগী নিতে। দুই লিটার অক্সিজেন সিলিন্ডারের জন্য ৪০০০ টাকা পড়লেও মুমূর্ষু রোগী নিতে তিন থেকে চার লিটারও অক্সিজেন প্রয়োজন পড়ছে। ফলে কোন কোন মূমূর্ষু রোগী স্ট্রেচারে নিতে শুধু অক্সিজেন বাবদ ৮০০০ টাকাও লাগছে। স্ট্রেচারে রোগী নিতে এয়ার ইন্ডিয়া বিদেশে তৈরি বিশেষ ধরনের মাস্ক দেয়। এই মাস্কের মূল্য নিয়ে পড়ছে আরও ২৪ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মতো। তার পর রয়েছে স্ট্রেচারে রোগীর সঙ্গে একজন চিকিৎসক রোগীর আত্মীয়কে নিতে হবে। সেই চিকিৎসকের যাওয়া আসার বিমান ভাড়া ও এক রাতের জন্য থাকা খাওয়া সহ হোটেল খরচ ও রোগীর আত্মীয়কেই মিটিয়ে দিতে হবে। তার পর রয়েছে স্ট্রেচারে নেওয়া রোগীর সঙ্গে কলকাতায় হাসপাতালে রোগীর দেখভালে অন্ততঃ রোগীর দু’-তিন আত্মীয়কে যেতে হয়। তাদের বিমান টিকিট ও স্ট্রেচারে বাইরে আলাদা ভাবেই দিতে হয়। ফলে স্ট্রেচারে ভাড়া ১,৩৮,৮৫৬ টাকা হলেও তার বাইরে অক্সিজেন, মাস্ক, চিকিৎসকে টিকিট হোটেল খরচ, রোগীর আত্মীয়ের টিকিট খরচ তথা ভাড়া বাবদ মিলে একজন রোগী স্ট্রেচারে নিতে ন্যূনতম আড়াই লক্ষ টাকার কাছাকাছি লেগে যায়। রোগীরসঙ্গে চিকিৎসক ও আত্মীয় স্বজন যারা যাবেন তাদের ভাড়া বাবদ সেই সময়ে কিছুটা কমে থাকে তাহলে আড়াই লক্ষ টাকা থেকে কিছুটা কম দুই লক্ষ টাকার উপর পড়ে যাবে বলে বিমান বন্দরের সংশ্লিষ্ট আধিকারিক সূত্রে জানা গেছে। এই অবস্থায় ধারদেনা করে স্ট্রেচারে রোগী নিচ্ছেন অনেকেই। এদিকে দিন দিন কেবল স্ট্রেচারে ভাড়া ও বাড়ছে। গত ২০০০-২০২১ সনের সময় পর্যন্ত শুধু স্ট্রেচারে ভাড়া ছিল ৭৯ হাজার টাকার মতো। তারপর দুই দফায় স্ট্রেচারে ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখন ভাড়া দাঁড়িয়েছে ১,৩৮,৮৫৬ টাকা। সেই সঙ্গে সাধারণ যাত্রীর বিমান ভাড়াও বেড়েই চলেছে। ফলে বিমানে উন্নত চিকিৎসা জন্য কলকাতায় স্ট্রেচারে রোগী নিতে বিশাল সংখ্যক টাকা লাগায় চরম বিপাকে পড়েছেন রোগীর অসহায় আত্মীয়স্বজন। সেই কারণে আগরতলার হাসপাতাল থেকে রোগী স্ট্রেচারে করে কলকাতা নিতে টাকার সংকটে অনেকে রোগী নিতে পারছেন না। চিকিৎসকের পরামর্শ মতো উন্নত চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ ও মুমূর্ষুরোগী নিতে না পাড়ায় রোগীর ব শারীরিক অবস্থায় কি হচ্ছে তা সহজেই অনুমেয় করা যায়। অনেক সময় বিমান টিকিট সংকটের কারণ যাদের পয়সা আছে তারা কলকাতায় রোগী নিতে এয়ার অ্যাম্বুলেন্স ও মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া করে আনছেন। বিকল্প ব্যবস্থাকে কিছু কিছু গুরুতর অসুস্থ রোগীকে স্ট্রেচারে করে রেলে কলকাতায় ও নেওয়া হচ্ছে।কিন্তু কলকাতায় পৌঁছতে রেলে প্রায় দু’দিনের মতো লেগে যাওয়ায় মুমূর্ষু রোগী নিতে আত্মীয়কে উদ্বেগে পড়তে হচ্ছে। রেলে করে স্ট্রেচারে গুয়াহাটিতেও উন্নত চিকিৎসকের জন্য কিছু রোগীকে নেওয়া হয় বলেও জানা গেছে। রেলে নিতে ভাড়া অনেকটা কম পড়ছে। রেলে মুমূর্ষু রোগী নিতে সময় বেশি লাগে বলে ঝুঁকি রয়েছে বলে চিকিৎসকদের অভিমত।
এদিকে বিমান স্ট্রেচারে রোগী নিতে স্ট্রেচারে ভাড়া কেবল বেড়ে চলেও কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক যেন চরম উদাসীন। তাতে ক্ষোভ বাড়ছে। বিমান সংস্থাগুলি নিজেদের মর্জিমতো কেবল ভাড়া বৃদ্ধি করে চলেছে বলেই রাজ্যবাসীর অভিযোগ।

Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

2 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

2 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

2 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

3 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

3 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

3 hours ago