স্ট্র্যাটেজি ও বিতর্ক!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-একদেশ এক নির্বাচন’ -এই ইস্যুতে গত বেশ কিছুদিন ধরেই জাতীয় রাজনীতি তোলপাড়।আসলে এক দেশ এক নির্বাচন নীতি নূতন কোন দাবি নয়।দেশ স্বাধীন হওয়ার পর টানা বেশ কয়েকবছর একসঙ্গে দেশে সব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।অর্থাৎ ‘ওয়ান ন্যাশন ওয়ান ইলেকশন’ কথার সহজ অর্থই হচ্ছে গোটা দেশে একটাই নির্বাচনের ব্যবস্থা থাকবে।যার মানে দাঁড়ায়,একই সময়ে দেশে লোকসভা এবং সবগুলো রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।যদি এক সাথে নির্বাচন হয়,তাহলে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মেয়াদ একই সময়ে শেষ হবে। বর্তমানে দেশে এক এক রাজ্যে এক সময়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।যে রাজ্যে যখন সরকারের মেয়াদ শেষ হচ্ছে সেই রাজ্যে তখন বিধানসভার ভোট হয়।আর কেন্দ্রে সরকারের ৫ বছরের মেয়াদ যখন শেষ হয় তখন নির্বাচন অনুষ্ঠিত হয়-এটাই হলো দেশের বর্তমান বিধি ব্যবস্থা।১৯৬৭ সাল পর্যন্ত দেশে লোকসভা এবং বিধানসভার নির্বাচনগুলো একসঙ্গে হয়েছিল।কিন্তু ১৯৮৩ সালে নির্বাচন কমিশন প্রথমবার দেশে যৌথ নির্বাচন প্রক্রিয়া চালু করার প্রস্তাব দিয়েছিল।কিন্তু সেই প্রস্তাবকে সমর্থন করেনি তৎকালীন কেন্দ্রীয় সরকার।বলা হয়েছিল,ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর শাসনব্যবস্থায় যেখানে প্রাদেশিক সরকারের অস্তিত্ব রয়েছে,আবার কেন্দ্রেও একটি শক্তিশালী সরকারের অস্তিত্ব থাকছে-সেক্ষেত্রে এই ব্যবস্থা ভারতে প্রযোজ্য ও কার্যকরী হতে পারে না।যদিও ল কমিশন এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছিল। কিন্তু সেই সময়ে কেন্দ্রে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের মতোই লালকৃষ্ণ আদবানির মতো রাজনীতিবিদও ‘এক দেশ এক নির্বাচন’ নীতির বিরোধিতা করেছিলেন।এই সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সময় এই নীতি থেকে সরে এসেছিল দেশ।কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই একাধিকবার এক দেশ এক নির্বাচনের পক্ষে জোর সওয়াল করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।২০১৪ সালে লোকসভা নির্বাচনের ইস্তাহারেও এক দেশ এক নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।২০১৯ সালেও প্রধানমন্ত্রী মোদি দেশে এক সঙ্গে সব নির্বাচনের জন্য পুনরায় সরব হলেন।২০১৬ থেকেই বিভিন্ন সময়ে ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত প্রস্তাব খতিয়ে দেখেছে
পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি,ল কমিশন এবং নীতি আয়োগ।এরা প্রায় প্রত্যেকেই আলাদা আলাদা করে রিপোর্ট জমা দিয়েছে।দুই প্রস্তাবে ইতিবাচক মতামত দেওয়া হলেও সংসদে আলোচনা করেই যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া শ্রেয়,এই সম্পর্কে সমস্ত পক্ষই রিপোর্টে উল্লেখ করেছে।তাৎপর্যপূর্ণ দিক হলো ‘এক দেশ এক নির্বাচন’ ব্যবস্থা চালু করতে গেলে সংবিধান সংশোধন জরুরি।অথচ দেশের বিরোধীরা একজোট হয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।এর পেছনে যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে।এক সঙ্গে নির্বাচন করানোর সুবিধা নিয়ে শাসক দল বা সরকার পক্ষ অর্থাৎ বিজেপি নেতৃত্ব যতই উঁচু গলায় কথা বলুন না কেন,এটা বাস্তব সত্য যে,’এক দেশ এক নির্বাচন’ হলে এই নীতিতে একটি মাত্র দলই লাভবান হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।কারণটা হচ্ছে, সাধারণত গোটা দেশে সরকারের যত উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্প রূপায়িত হয়,তার সবগুলোই কেন্দ্রের হাত দিয়েই রাজ্যগুলো পেয়ে থাকে।অর্থাৎ ভোটাররা তখন নিজের সুযোগ-সুবিধা আদায় করার কথা মাথায় রেখে কেন্দ্রে এবং রাজ্যে একটি দলকেই ভোট দেবে।এতে করে গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থা যেমন মুখ থুবড়ে পড়বে, ঠিক সেই সাথে একটি দল কেন্দ্রে ও সবগুলি রাজ্যে থাকার সুবাদে দেশে স্বৈরাচারী এককেন্দ্রিক ব্যবস্থা প্রকারান্তরে কার্যকরী হয়ে যাবে। এভাবেই গণতন্ত্রের পরিসর সংকীর্ণ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার অস্তিত্বকে বিপন্ন করবে।শুধু তাই নয়,নির্বাচনের খরচ সামাল দিতে গিয়ে বড় জাতীয় দলগুলোর কাছে আঞ্চলিক ‘ছোট দলগুলো এঁটে উঠতে না পেরে হারিয়ে যাবে। এতে করেই আঞ্চলিক ভারসাম্য এবং আঞ্চলিক দাবি ও মতামত যখন জাতীয় ক্ষেত্রে প্রাধান্য পাবে না,তখন এর থেকেই তৈরি হতে পারে বিদ্বেষ।বিরোধীদের অভিযোগ,কেন্দ্রের বর্তমান সরকার স্রেফ এই কারণেই নিজেদের ক্ষমতা অটুট রাখার স্বার্থে এবং নিজ উদ্দেশ্য চরিতার্থ করতে এই নতুন ব্যবস্থার দিকে ঝুঁকতে চাইছে যা বিপজ্জনক প্রবণতা।বৈচিত্রের মধ্যে ঐক্যের যে অভিন্নতা বর্তমান দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রয়েছে,তা নির্বাচনি ব্যবস্থা বদলের মধ্য দিয়ে কতটা অটুট রাখা সম্ভব সেই প্রশ্ন কিন্তু একেবারে নস্যাৎ করা যায় না।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

11 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

15 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

15 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

17 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

17 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

17 hours ago