অনলাইন প্রতিনিধি :-আগরতলা সেক্টরে ভিসতারা বিমান পরিষেবা চালু হচ্ছে। ভিসতারা এয়ারবাস চালাবে।তবে আপাতত আগরতলা ও বেঙ্গালুরুর মধ্যে সরাসরি বিমান চালাবে ভিসতারা এয়ার লাইন্স।তারপর আগরতলা-কলকাতা ও অন্যান্য রুটে বিমান পরিষেবা চালু করবে ভিসতারা।এদিকে জুন মাসের ১ তারিখ থেকে স্পাইস জেট আগরতলা-চিটাগাংয়ের মধ্যে যাতায়াতে বিমান পরিষেবা চালু করতে না পারলেও আগামী ২৬ জুন থেকে স্পাইস জেট এই রুটে বিমান পরিষেবা চালু করার জন্য নতুন করে আবার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে। আগরতলা এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কেসি মিনা সোমবার রাতে জানান, বিমানবন্দরে ইমিগ্রেশনের সবকিছু এখনও চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন চালু করার সব কিছু চূড়ান্ত হয়ে যাবে। তারপরই স্পাইস জেট বাংলাদেশের চিটাগাংয়ের মধ্যে বিমান পরিষেবা চালুর চূড়ান্ত দিন তারিখ ঘোষণা করবে।
কাস্টমস ডিউটি চূড়ান্ত করা হয়েছে। বিমানবন্দর অধিকর্তা আরও জানান, তবে আগামী ২৬ জুন স্পাইস জেট এই রুটে বিমান পরিষেবা চালু করার বিষয়ে বিমানবন্দরকে জানিয়ে রেখেছে।এদিকে ভিসতারার বিমান কবে থেকে আগরতলা-বেঙ্গালুরুর মধ্যে বিমান পরিষেবা চালু করবে সে বিষয়ে চূড়ান্ত সূচি মঙ্গলবার ৩০মে বিমানবন্দর অধিকর্তাকে জানাবে বলে বিমানবন্দর অধিকর্তা কেসি মিনা জানান। সম্ভবত আগামী ২০ জুন বা তার আশপাশ দিনে ভিসতারা আগরতলা-বেঙ্গালুরুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করতে পারে।প্রসঙ্গত, ভিসতারা ও এয়ার ইণ্ডিয়া এই দুটি বিমান সংস্থার মালিক হলেন টাটা কোম্পানি।টাটাগোষ্ঠী গত প্রায় এক বছর আগে কেন্দ্রীয় সরকার থেকে এয়ার ইণ্ডিয়াকে কিনে নেয়।বেসরকারী টাটাগোষ্ঠী এয়ার ইণ্ডিয়ার বিমান পরিষেবা পরিচালনা করছে।আর এর আগে টাটা ভিসতারা কিনে নেয়।
ভিসতারা আগরতলা সেক্টরে বিমান পরিষেবা চালু করলে এয়ার ইণ্ডিয়া ও ভিসতারা দুটি বিমান সংস্থারই বিমান পরিষেবা পরিচালনার দায়িত্ব থাকবে টাটার হাতে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…