অনলাইন প্রতিনিধি :- আগামী ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা হতে যাচ্ছে। ওইদিন বেলা ১২টায় খেজুরবাগানস্থিত শহিদ ভগৎ সিং যুব আবাসে হবে এই সভা। ক্রীড়ামন্ত্রী তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান টিংকু রায়ের সভাপতিত্বে হবে এই বৈঠক। উক্ত সভায় চলতি ২০২৩- ২৪ বর্ষের রাজ্যের স্কুল স্তরের খেলাধুলার অ্যাকশন প্ল্যান ও বাজেট চূড়ান্ত করা হবে। সভার শুরুতে রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের সচিব কর্তৃক বার্ষিক প্রতিবেদন পেশ করা হবে।গত ২০২২-২৩ বর্ষের খরচের হিসেবপত্র পেশ করা হবে এবং সেই সাথে বিগত বছরের খেলাধুলার পারফরম্যান্স রিপোর্ট ওই প্রতিবেদনে তুলে ধরা হবে। তাছাড়া খেলাধুলা সহ আরও বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে ওইদিন। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের সূত্রে যা খবর, এ বছর জাতীয় স্কুল আসরের বিভিন্ন ইভেন্টে অধিক সংখ্যক টিম পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাশপাশি রাজ্যস্তরে স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বয়স গ্রুপে ২০টির মতো ইভেন্টে খেলাধুলা করার চিন্তাভাবনা করছে।বিভিন্ন ইভেন্টে ছেলে মেয়েদের বিশেষ কোচিংয়ের উপর জোর দেওয়ার কথাও নাকি ভাবা হচ্ছে, যা নিয়ে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে। এছাড়া অনূর্ধ্ব ১৭ জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব পড়েছে এবার ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উপর। আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে এই মেগা ইভেন্ট রাজ্যে হবার কথা রয়েছে।জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। পাশাপাশি এর একটা নির্দিষ্ট রূপরেখা ঠিক করা হবে। জাতীয় স্কুল যোগায় দেশের বিভিন্ন রাজ্য ও ইউনিটগুলো এতে অংশ নিতে আসবে। প্রতিযোগিতার আয়োজন সহ বিভিন্ন ব্যবস্থাপনা এসব বিষয়গুলো নিয়েও আলোচনা হবার কথা রয়েছে ওই সভায়। একই সাথে জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা আয়োজনের জন্য পৃথক বাজেট ওইদিন ঠিক করা হতে পারে বলে রাজ্য স্কুল স্পোর্টস বোর্ড সূত্রে খবর।এদিকে, চলতি অর্থ বছরের প্রায় ছয় মাস অতিক্রান্ত হবার পর এখন রাজ্য স্কুল স্তরের খেলাধুলার বাজেট ঠিক করা নিয়ে ক্রীড়ামহল থেকে প্রশ্ন উঠেছে।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…