স্বপ্নদ্রষ্টার জন্মদিন

এই খবর শেয়ার করুন (Share this news)

আজ এমন একজন রাষ্ট্রনেতার জন্মদিন যার ভাবনা আর মনস্কতার কোনও মূল্যায়ন হয়নি তার জীবদ্দশায় । অথচ তার ভাবনা আর কাজের ভিত্তিটাকে পুঁজি করেই আজকের দিনে মানে তার মৃত্যুর তিন দশক পরের রাজনীতি , নিজেকে অত্যধুনিক বলার চেষ্টা করছে । বর্তমান শাসকের ডিজিটাল ইন্ডিয়া আর ডিবিটি তো রাজীব গান্ধীর আমলেই সূচিত হয়েছিল । হ্যাঁ , আজ রাজীব গান্ধীর জন্মদিন । বেঁচে থাকলে আজ তার বয়স হত ৭৮ বৎসর । গান্ধী পরিবারের থেকে আসা শেষ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্ম ১৯৪৪ সালে , মুম্বাইয়ে । রাজনীতিতে আসতে চাননি । পুরোপুরি মায়ের ইচ্ছায় এই ময়দানে তার অনিচ্ছুক পদচারণা । আর মা সন্ত্রাসবাদীদের বুলেটে মারা গেলে সেই শূন্য আসনে তাকে আসতে হলো রাজনীতিতে নবীন আর অর্বাচীন পরিচয়ে । তার বিরুদ্ধে বিরোধীরা যতো অকারণ কুৎসা আর সমালোচনা করেছিল তা বুঝি দেশের রাজনীতিতে নজির । তার উত্তর আধুনিক ভাবনাচিন্তাকে বুঝতেই পারেননি সেই সময়ের বিরোধীরা । কম্পিউটার শিক্ষার প্রবর্তন , অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম হিসাবে বোফর্স কামান কেনা , নবোদয় শিক্ষা , খেল রত্ন প্রচলন , মধ্যস্বত্ব ভোগীদের হাত থেকে বেনিফিসিয়ারীকে রক্ষায় ডিবিটি চালুর ভাবনাগুলির বাস্তবায়ন শুরু করেছিলেন । কিন্তু সংক্ষিপ্ত জীবনে সেই সবের পূর্ণতা দিয়ে যেতে পারেননি , জনগণের সুফল ভোগ তিনি দেখে যেতে পারেননি । তার মানসিক ভাবনাগুলি যে স্তরে ছিল সেই স্তর ধরতে পারেন না আজকের রাজনেতারাও । তার মৃত্যুর পর তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল । যে সাক্ষাৎকার নিয়েছিলেন আনন্দবাজার গোষ্ঠীর সাংবাদিক সঞ্জীব চট্টোপাধ্যায় । সেই সাক্ষাৎকারে রাজীব গান্ধী বলে গেছেন , আমি ভাবি , মুক্তির পথ কোথায় ? শিক্ষার বিস্তারে ? কোন শিক্ষা ? শিক্ষা যদি মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত না হয় , শিক্ষা যদি মানুষকে সৎ হতে না শেখায় , বহিঃরঙ্গ শিক্ষায় দুর্নীতি বাড়বে বই কমবে না । শিক্ষা যদি মানুষকে শুধুই বস্তুতান্ত্রিক হতে শেখায় , নীতি আর দুর্নীতিকে এক করে ফেলে তাহলে আগামী প্রজন্মের ভারত গুণহীন, বিক্ষিপ্ত, ভোগবাদী সমাজে পরিণত হবে। সর্বস্তরে দুর্নীতিই হবে নীতি । অসুস্থ , দুর্বল হবে ভারত । অগৌরবের ভারত । আমি চাই মূল্যবোধ জাগরণী শিক্ষা । সেই শিক্ষার এক রূপরেখা আমি দিলাম । আশ্চর্য , প্রথম বাধা পেলাম পশ্চিমবঙ্গে । আমার নবোদয় শিক্ষা পরিকল্পনায় তারা অন্য কিছুর গন্ধ পেলেন । দুর্ভাগ্য আমার , না দুর্ভাগ্য দেশের ।… ‘ দেশের অগ্রগতি কোন ছকে এগোবে , এই পর্যায়ে তার ভাষা ছিল ভিন্ন । তিনি নেহরুর আদর্শবাদী ভাষায় অভ্যস্ত ছিলেন না , সমাজতন্ত্রী ভাষাও জানা ছিল না । তার ভাষা ছিল বিজ্ঞান আর প্রযুক্তিতে আস্থাশীল মুক্তমনা মানুষের ভাষা । এই ভাষা যেমন দেশীয় রাজনীতিকেরা কোনও দিন শুনেননি , তেমনি পশ্চিমী দেশগুলিও ভারতীয় কোনও নেতার মুখ থেকে এর আগে শুনেনি । তিনি বিজ্ঞান , প্রযুক্তি নির্ভর কথা বলতেন বলে তার মধ্যে কোনও নীতি বা আদর্শ কাজ করেনি এমন কথা বলা যাবে না । সেই সময়ে ইরাকের ওপর মার্কিন আগ্রাসনের সাধ্যমত বিরোধিতা করেছেন , যদিও প্রধানমন্ত্রী ছিলেন না তিনি , প্রধানমন্ত্রীর চেয়ারে ছিলেন চন্দ্রশেখর । তাছাড়া বিদেশে নিজেকে প্রতিষ্ঠিত করার সময়ও পাননি । এর পরও ইন্দিরা যা করেননি অর্থাৎ পাকিস্তান ও চিন সফর করেছিলেন । সেইদিক থেকে বৈদেশিক নীতিতে তার পূর্বজরা নেহরু ছিলেন আদর্শবাদী , ইন্দিরা সাম্রাজ্যবাদ বিরোধী , আর রাজীব ছিলেন বাস্তববাদী । তবে এখনকার মতন অন্ধ সুবিধাবাদী নন । আর তিনজনের মধ্যে তিনি ছিলেন এক মুক্তমনের অধিকারী । তার এই মনোভাব ভারতকে কোনও শীর্ষে নিয়ে যেত তা আর দেখা হলো না । আজ এই কর্মবীরের ৭৮ তম জন্মদিনে এই হোক আমাদের ভাবনা ।

—–_শ্রেয়সী লস্কর

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

8 mins ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

31 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

1 hour ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago