অনলাইন প্রতিনিধিঃ- প্রাথমিক তালিকায় তাঁর নাম থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন দেশের একনম্বর জিমন্যাস্ট দীপা কর্মকার। ২০১৬ সালে রিও অলিম্পিকে সাফল্যের আকাশ ছুঁয়েছিলেন দীপা । ভারতে জিমন্যাস্টিকসের মুখ হয়ে উঠেছিলেন। সেই দীপা কর্মকার এশিয়ান গেমসে নামতে পারবেন কিনা, তা নির্ভর করছে এখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের উপর। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হানঝাউয়ে এশিয়ান গেমস। অতীতের পারফরম্যান্স ছাপিয়ে যাওয়াই লক্ষ্য ভারতীয় অ্যাথলিটদের। আগামী বছর প্যারিস অলিম্পিক। তার টিকিটও জোগাড় করে ফেলতে চাইছেন ভারতীয়রা। দীপা কর্মকারেরও সেই লক্ষ্য। কিন্তু এশিয়ান গেমসের প্রাথমিক তালিকায় নাম থাকা সত্ত্বেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। ২০১৯ সাল থেকে কার্যত ফ্লোরে নামেননি দীপা। চোটের কারণে প্রাথমিক ভাবে বিপর্যস্ত ছিলেন। তা সেরে উঠতে না উঠতে ডোপিংয়ের দায়ে নির্বাসিত ছিলেন। সে সব মিটিয়ে জুলাইয়ে আবার ফিরেছিলেন জিমন্যাস্টিকস ফ্লোরে। তার পরও যা পরিস্থিতি, তাতে এশিয়ান গেমসে নামতে পারছেন না তিনি। যদি না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। দীপার পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল জাতীয় জিমন্যাস্টিকস সংস্থা। সেই মতো তাঁর নামও পাঠানো হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ফ্লোরে না থাকার কারণে ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন। যেটাকে মুখ্য কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রণতি দাস ও প্রণতি নায়কের নাম মেয়েদের জিমন্যাস্টিকসের জন্য চূড়ান্ত করা হয়েছে।একটি সূত্র বলছে, ‘২০১৯ সাল থেকে দীপা জিমন্যাস্টিকস থেকে দূরে। চোট, ডোপিং সব মিলিয়ে ও অনেক দিন কোনও টুর্নামেন্টে নামেনি। যে কারণে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দীপাকে।’
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…