স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন শুক্রবার!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগামী
২২ ডিসেম্বর বিজেপির রাজ্য কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এদিন আগরতলা শহরের সাত কিলোমিটার দূরে নতুননগর এলাকায় বিজেপির নতুন রাজ্য সদর দপ্তরের ভূমি পূজন এবং শিলান্যাস হবে। সকাল সাড়ে দশটায় অনুষ্ঠেয় কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ শাসক দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।অমিত শাহের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে বাস্তুশাস্ত্র দ্বারা নির্ধারিত আচার অনুসারে ভবনের জন্য কেনা প্রশস্ত জমির ‘ভূমিপূজন’ অনুষ্ঠান হবে।দুই একর জায়গায় বিজেপির বহুতল বিশিষ্ট নতুন রাজ্য কার্যালয় হবে।বিজেপির বর্তমান রাজ্য কার্যালয়টি জেলা কার্যালয়ে রূপান্তরিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উত্তর পূর্বাঞ্চল পর্যদের (এনইসি) ৭২তম প্লেনারি অধিবেশনে যোগ দিতে আগামী ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ।২১ ডিসেম্বর আগরতলার প্রজ্ঞাভবনে এই প্লেনারি অধিবেশন হবে। প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের চেয়ারম্যান অমিত শাহ। এই অধিবেশনে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ সহ উত্তর পূর্বাঞ্চল পর্ষদের দুই জন সদস্য।অধিবেশনের আগের দিন কুড়ি ডিসেম্বর হোটেল পোলো টাওয়ারে হবে প্লেনারি অধিবেশনের প্রাক-কারিগরি অধিবেশন। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার।তাছাড়াও প্রাক-কারিগরি অধিবেশনে উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রকের সচিবগণ,উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যসচিবগণ এবং পরিকল্পনা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।তাদের আগমন ঘিরে রাজ্যে জোর কদমে প্রস্তুতি চলছে। আগরতলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।বিজেপির পার্টিতেও চলছে তোড়জোড়।জানা গেছে,দুইদিন রাজ্যে অবস্থানকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে দলীয় নেতৃত্বের সাথেও সাংগঠনিক বিষয় নিয়েও বৈঠক করতে পারেন।

পূর্বাঞ্চল পর্ষদের দুই জন সদস্য। অধিবেশনের আগের দিন কুড়ি ডিসেম্বর হোটেল পোলো টাওয়ারে হবে পে লনারি অধিবেশনের প্রাক-কারিগরি অধিবেশন। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। তাছাড়াও প্রাক-কারিগরি অধিবেশনে উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রকের সচিবগণ, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যসচিবগণ এবং পরিকল্পনা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। তাদের আগমন ঘিরে রাজ্যে জোর কদমে প্রস্তুতি চলছে। আগরতলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিজেপির পার্টিতেও চলছে তোড়জোড়। জানা গেছে, দুইদিন রাজ্যে অবস্থানকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে দলীয় নেতৃত্বের সাথেও সাংগঠনিক বিষয় নিয়েও বৈঠক করতে পারেন।

Dainik Digital

Recent Posts

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

17 hours ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

17 hours ago

নিশানায় আদালত!!

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে।আইনের পক্ষ-বিপক্ষ নিয়ে জাতীয় রাজনীতির পারদ এখন…

19 hours ago

ঊনকোটি জেলা হাসপাতালের সিটি স্ক্যান মেশিন অচল, দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-কৈলাসহর ভগবাননগরে অবস্থিত জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা আজও বন্ধ।পক্ষকালের অধিক সময় ধরে…

19 hours ago

শ্রেষ্ঠাংশুর শানদার শতরান ত্রিপুরার সিকিম জয়!!

অনলাইন প্রতিনিধি :-ওপেনার শ্রেষ্ঠাংশু দেবের অপরাজিত শতরান (১৩৭) সৌজন্যে প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত বিসিসিআই-র অনূর্ধ্ব…

20 hours ago

পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায়,রাজ্যে ব্যাপক সাড়া, নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করুন: রতন!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা সারা দেশেই ব্যাপক সাড়া ফেলেছে।বর্তমানে পরিস্থিতি এমন জায়গায়…

20 hours ago