স্বরাষ্ট্র দপ্তরের চরম অসহযোগিতায়,টিএফএর মহিলা লীগ ফুটবলে মাঠে নামা হলো না পুলিশ টিমের।
অনলাইন প্রতিনিধি || এন্ট্রি নিলেও শেষ পর্যন্ত টিএফএ-র মহিলা লীগ ফুটবলে মাঠে নামা হলো না ত্রিপুরা পুলিশের মহিলা ফুটবল টিমের। অভিযোগ, স্বরাষ্ট্র দপ্তরের অসহযোগিতা- খামখেয়ালিপনা ও চরম উদাসীনতার কারণে মাঠে নামা গেলো না পুলিশ টিমের মহিলা ফুটবলারদের। মানসিক ভাবে যখন পুলিশ টিমের মহিলা ফুটবলাররা মাঠে নামার জন্য নিজেদের তৈরি করে নিয়েছিল তখন স্বরাষ্ট্র দপ্তর থেকে অনুমতি না মেলায় মহিলা লীগ ফুটবলে তাদের খেলা আর সম্ভব হলো না। স্বভাবত কারণেই স্বরাষ্ট্র দপ্তরের এই ধরনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে রাজ্যের ক্রীড়া মহলে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনও স্বরাষ্ট্র দপ্তরের অসহযোগিতার বিষয়টি নিয়ে হতবাক। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেও একজন ক্রীড়া প্রেমী ও প্রাক্তন খেলোয়াড় হিসেবে পরিচিত আর তারই স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে কিনা এবার এই রাজ্যের খেলাধুলার উন্নয়নে অসহযোগিতার অভিযোগ উঠলো। টিএফএ-র মহিলা লীগ ফুটবলে পুলিশ টিমের অংশগ্রহণ সম্ভব না হবার ঘটনায় স্বরাষ্ট্র দপ্তরের ভূমিকা নিয়ে পুলিশের মহিলা ফুটবলার সহ অনেকেরই মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। খবর নিয়ে জানা গেছে, টিএফএর মহিলা লীগ ফুটবলে এবার যে সাতটি টিম এন্ট্রি নিয়েছে এর মধ্যে রয়েছে ত্রিপুরা পুলিশের মহিলা ফুটবল টিমও। যথারীতি টিএফএ-র মহিলা লীগ ফুটবল কমিটি ত্রিপুরা পুলিশের মহিলা ফুটবল টিমকে রেখেই মহিলা লীগ ফুটবলের ক্রীড়া সূচি তৈরি করে নিয়েছিল। গত ছয় জুলাই থেকে এডি নগর পুলিশ গ্রাউন্ডে শুরু হয় মহিলা লীগ ফুটবল আসর। ক্রীড়া সূচি মোতাবেক আজ রবিবার ছিল ত্রিপুরা পুলিশ মহিলা ফুটবল টিমের খেলা। প্রতিপক্ষ জম্পুইজলা প্লে সেন্টার। সেই অনুযায়ী চব্বিশ ঘন্টা আগে অর্থাৎ শনিবার পুলিশের মহিলা ফুটবল টিমের প্লেয়ার রেজিস্টেশন করার কথা ছিল। তবে দিনভর অপেক্ষা করার পরও পুলিশের মহিলা ফুটবল টিম টিএফএ-র মহিলা লীগ ফুটবল আসরে খেলার বিষয়ে স্বরাষ্ট্র দপ্তর থেকে অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারেনি। রাতেই টিএফএর মহিলা লীগ ফুটবল কমিটির সচিব পার্থসারথি গুপ্ত জানিয়ে দেন আজ মাঠে নামছে না পুলিশের মহিলা ফুটবল টিম।তাই আজকের ম্যাচটি বাতিল করা হয়েছে। এই বিষয়ে তিনি জানান যে, পুলিশের মহিলা ফুটবল টিম তার দপ্তর থেকে মহিলা লীগ ফুটবলে খেলার জন্য অনুমতি পায়নি। যার কারণে এই টুর্নামেন্টে পুলিশের মহিলা টিমের খেলা হয়তো এবার আর সম্ভব হচ্ছে না।পরের ম্যাচে খেলা যায় কিনা সেই চেষ্টাও করছে পুলিশের মহিলা টিম। তিনি আরও জানান টিএফএ-র তরফে মহিলা লীগ ফুটবলে পুলিশের মহিলা টিমকে খেলানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। এসপি প্রোকিউরমেন্ট থেকে শুরু করে দপ্তরের বিভিন্ন অফিসার ও আধিকারিকদের সাথেও কথা বলা হয়েছে। তবে এতে লাভ হয়নি। এদিকে,প্রাপ্ত সূত্রে বা খবর স্বরাষ্ট্র দপ্তরের অসহযোগিতার কারণেই নাকি পুলিশের মহিলা ফুটবল টিম মহিলা লীগ ফুটবলে খেলার অনুমতি পায়নি।উল্লেখ্য, গত বছরও মহিলা লীগ ফুটবলে পুলিশের মহিলা ফুটবল টিম অংশগ্রহণ করতে পারেনি। ২০১৯ সালে শেষবার খেলেছে তারা। তবে প্রশ্ন হলো রাজ্যের খেলাধুলার সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রী যখন ক্রীড়া দপ্তর সহ সকলকে আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দিচ্ছেন তখন স্বরাষ্ট্র দপ্তরের এই ধরনের ভূমিকার কথাও বাস্তবের ফারাক কিন্তু বুঝিয়ে দিচ্ছে।