Categories: খেলা

স্বর্ণপদক জয়ই লক্ষ্যঃ মান্ধানা

এই খবর শেয়ার করুন (Share this news)

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ক্রিকেটে মহিলাদের টি – ২০ – তে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া । অজি মহিলা ক্রিকেটাররাও ভারতের বিরুদ্ধে খেলার জন্য তৈরি । তবে গত ৫ বারের বিশ্ব টি -২০ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে নিয়ে তেমন একটা দুশ্চিন্তায় থাকছে না টিম ইন্ডিয়া । টিমের অন্যতম সিনিয়র ব্যাটার স্মৃতি মান্ধানার সাফ্ কথা , আমরা ওদের নিয়ে ভাবছিই না । বরং গেমসে নিজেদের ভালো খেলার উপরই সবাই ফোকাস করছি । তবে গেমসে বড় প্রতিদ্বন্দ্বী যে অস্ট্রেলিয়া এটা ভালোরকমই জানেন মান্ধানারা । আগামী ২৯ জুলাই গেমসে হরমনপ্রীত কাউরের ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ।

এবারই কমনওয়েলথ গেমসে মহিলাদের টি -২০ টুর্নামেন্টের সংযোজন হচ্ছে । স্মৃতি মান্ধানা বলেন , আমরা নিজস্ব প্ল্যান মতোই খেলবো । তাছাড়া এবারই প্রথম নয় , এর আগেও অনেক টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমরা ওদের ( অস্ট্রেলিয়া ) বিরুদ্ধে খেলেছি । স্মৃতি মান্ধানার মতে টি -২০ ক্রিকেটে ম্যাচে যেকোনও দলই জিততে পারে । এর জন্য আগে থেকেই কোনও দলকে ফেভারিট বা দুর্বল বলা যাবে না । তবে এবারের কমনওয়েলথে আমরা শুধু অস্ট্রেলিয়াকেই বড় দল ভাবছি না । আমাদের কাছে পাকিস্তান , অস্ট্রেলিয়া , বার্বাডোজ সব দলই সমান । সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ । ওরা যেমন ভালো খেলার জন্য এখানে এসেছে আমরাও তাই ।

তবে আমাদের লক্ষ্য একটাই সব ম্যাচই জিততে হবে । উল্লেখ্য , এ বছর মহিলাদের টি -২০ বিশ্বকাপে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল । এই হিসাবে কমনওয়েলথে ওদের বিরুদ্ধে খেলতে নামার আগে মানসিকভাবে খানিকটা চাপে তো থাকবেই টিম ইন্ডিয়া । সিনিয়র ব্যাটার স্মৃতি মান্ধানা বলেন , শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজ জিতেই আমরা এখানে ( বার্মিংহামে ) কমনওয়েলথ গেমস ক্রিকেট খেলতে এসেছি । তাই আমাদের মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস ভালোই । তাই আমার বিশ্বাস কমনওয়েলথ গেমসে আমরা খুব ভালো ক্রিকেট খেলবো এবং মেডেল নিয়েই দেশে ফিরবো । জানান , স্মৃতি মান্ধানা । লক্ষ্য একটাই স্বর্ণপদক জয় ।

Dainik Digital

Recent Posts

ইএসআইর ডিসপেনসারির বেহাল দশায় রোগীরা বিপাকে!!

অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…

1 day ago

নয়া উদ্বেগ এইচএমপিভি!!

২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…

1 day ago

আরও ২৫ স্কুল বিদ্যাজ্যোতির আওতায়!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…

1 day ago

তীব্র ভূমিকম্প তীব্বতে, মৃত্য মিছিল!!

অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…

1 day ago

এনএইচআইডিসিএলের ভূমিকা রহস্যজনক, প্রশ্নের মুখে সরকার!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…

1 day ago

কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করুন: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…

1 day ago