Categories: দেশ

স্বাধীনতা দিবসে ছুটি দিচ্ছে না যোগী সরকার

এই খবর শেয়ার করুন (Share this news)

স্বাধীনতা দিবস আর শুধুই ছুটির দিন নয় । ৭৫ তম স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে না স্কুল – কলেজ শিক্ষা প্রতিষ্ঠান । খোলা থাকবে সরকারি – বেসরকারি অফিস কাছারিও । এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশে রাজ্য সরকার । অর্থাৎ এবার ১৫ আগস্টে সকলকে অন্যান্য দিনের মতোই হাজির থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসে । আর এই নির্দেশ অত্যন্ত কঠিন ভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। স্বাধীনতার ৭৫ তম বর্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ‘ আজাদি কা অমৃত মহাৎসব ‘ । উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় বিশেষভাবে পালিত হবে এই দিনটি । বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার ।

এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । কিন্তু অন্যান্যবারের মতো স্কুল – কলেজ অফিসে রুটিনমাফিক জাতীয় পতাকা উত্তোলন কিংবা সামান্য অনুষ্ঠান করে দিনটি উদযাপন করা চলবে না । মুখ্যমন্ত্রী জানিয়েছেন , সকলকে হাজির থাকতে হবে নিজ – নিজ প্রতিষ্ঠানে । অংশ নিতে হবে স্বাধীনতা দিবস উদযাপনে । এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যসচিব ডি এস মিশ্র জানিয়েছেন , স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সাফাই অভিযানের আয়োজন করা হবে রাজ্যের প্রতিটি জেলায়। সাধারণত এই সাফাই অভিযান প্রতিবার দীপাবলির সময় আয়োজিত হয় ।

কিন্তু এবার এই অভিযানকে জাতীয় কর্মসূচিতে পরিণত করাই লক্ষ্য । এ প্রসঙ্গে তিনি বলেন , ‘ স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যোগ রয়েছে এমন সমস্ত এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহভর নানা কর্মসূচি থাকছে । রাজ্যের সমস্ত স্তরের মানুষকে অনুষ্ঠানে অংশ নিতে হবে । ‘ উত্তরপ্রদেশের মুখ্যসচিব জানিয়েছেন , সংগঠন , আরও অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী এনসিসি , এনএসও – র ক্যাডেটের পাশাপাশি আমজনতাকেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে হবে । সাধারণ মানুষকে সেখানে যুক্ত করতে হবে । এই কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতা দিবসে স্কুল – কলেজ – সরকারি বেসরকারি অফিস খুলে রাখার পথে হাঁটল যোগী প্রশাসন । যা স্বাধীনতার পরবর্তী সময় প্রথমবার ।

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

13 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

13 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

14 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

14 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

14 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

14 hours ago