Categories: দেশ

স্বাধীনতা দিবসে ছুটি দিচ্ছে না যোগী সরকার

এই খবর শেয়ার করুন (Share this news)

স্বাধীনতা দিবস আর শুধুই ছুটির দিন নয় । ৭৫ তম স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে না স্কুল – কলেজ শিক্ষা প্রতিষ্ঠান । খোলা থাকবে সরকারি – বেসরকারি অফিস কাছারিও । এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশে রাজ্য সরকার । অর্থাৎ এবার ১৫ আগস্টে সকলকে অন্যান্য দিনের মতোই হাজির থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসে । আর এই নির্দেশ অত্যন্ত কঠিন ভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। স্বাধীনতার ৭৫ তম বর্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ‘ আজাদি কা অমৃত মহাৎসব ‘ । উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় বিশেষভাবে পালিত হবে এই দিনটি । বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার ।

এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । কিন্তু অন্যান্যবারের মতো স্কুল – কলেজ অফিসে রুটিনমাফিক জাতীয় পতাকা উত্তোলন কিংবা সামান্য অনুষ্ঠান করে দিনটি উদযাপন করা চলবে না । মুখ্যমন্ত্রী জানিয়েছেন , সকলকে হাজির থাকতে হবে নিজ – নিজ প্রতিষ্ঠানে । অংশ নিতে হবে স্বাধীনতা দিবস উদযাপনে । এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যসচিব ডি এস মিশ্র জানিয়েছেন , স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সাফাই অভিযানের আয়োজন করা হবে রাজ্যের প্রতিটি জেলায়। সাধারণত এই সাফাই অভিযান প্রতিবার দীপাবলির সময় আয়োজিত হয় ।

কিন্তু এবার এই অভিযানকে জাতীয় কর্মসূচিতে পরিণত করাই লক্ষ্য । এ প্রসঙ্গে তিনি বলেন , ‘ স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যোগ রয়েছে এমন সমস্ত এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহভর নানা কর্মসূচি থাকছে । রাজ্যের সমস্ত স্তরের মানুষকে অনুষ্ঠানে অংশ নিতে হবে । ‘ উত্তরপ্রদেশের মুখ্যসচিব জানিয়েছেন , সংগঠন , আরও অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী এনসিসি , এনএসও – র ক্যাডেটের পাশাপাশি আমজনতাকেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে হবে । সাধারণ মানুষকে সেখানে যুক্ত করতে হবে । এই কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতা দিবসে স্কুল – কলেজ – সরকারি বেসরকারি অফিস খুলে রাখার পথে হাঁটল যোগী প্রশাসন । যা স্বাধীনতার পরবর্তী সময় প্রথমবার ।

Dainik Digital

Recent Posts

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

3 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

22 hours ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

23 hours ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

23 hours ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

23 hours ago

দিনভর দুর্ভোগ,আজও বন্ধ থাকবে উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…

23 hours ago