আগামী ১৫ আগস্ট উপলক্ষ্যে ভারত সরকার নানাভাবে দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছে । তারা এই দিনটিকে ‘ আজাদি কা অমৃত মহোৎসব ’ বলে প্রচার চালাচ্ছে । আর সেখানে এবার দেশের সব থেকে বেশি জনপ্রিয় খেলা ক্রিকেটকেও অর্ন্তভুক্ত করতে চাইছে । আর এই পরিকল্পনার অংশ হতে চলা ক্রিকেট নিয়ে অভিনব ভাবনা ভারত সরকারের । ‘ আজাদি কি অমৃত মহোৎসব’কে সামনে রেখে এবার ভারতীয় সংস্কৃতি মন্ত্ৰক চাইছে ২২ আগাস্ট ভারত একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ অনুষ্ঠিত করতে । এই নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গেও মোদী সরকারের আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর গিয়েছে।
ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদসংস্থা জানিয়েছে , সৌরভ গঙ্গোপাধ্যায় – জয় শাহর বোর্ডকে চিঠি দিয়েছে ভারত সরকার এই ম্যাচের জন্য । আর এই নিয়ে বিসিসিআইও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গে কথা বলবে বলে জানিয়েছে । বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও বোর্ড সচিব জয় শাহ আগামী ২৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে থাকবেন । যোগ দেবেন আইসিসি – র বার্ষিক সম্মেলনে । যা চলবে ২২ – ২৬ জুলাই । এখানেই সৌরভ – জয় কেন্দ্রের প্রস্তাব নিয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গে আলোচনা করবেন ।
বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার জোগাড় করে এই ম্যাচ আয়োজন করা বেশ কঠিন কাজ হবে , তা বলার অপেক্ষা রাখে না । সেই কারণেই কীভাবে এই ম্যাচ আয়োজন করা যায় তা আইসিসি – র সঙ্গে আলোচনা করে ঠিক করবে বিসিসিআই । ১৯৯৭ সালে ভারতের ৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইন্ডিপেন্ডেস কাপ নামের চার দলীয় একটি টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল । শচিন তেন্ডুলকরের নেতৃত্বে খেলতে নেমে ভারত সেমিফাইনালে হেরেছিল পাকিস্তানের কাছে । সেই ইন্ডিপেডেন্স কাপের ফাইনাল হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে । পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছিল শ্রীলঙ্কা ।
আগস্টের ওই সময় ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট চলবে । পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও শুরু হয়ে যাবে । বিসিসিআই আর্থিক ক্ষতিপূরণের কথাও ভেবে রেখেছে । ভারতের জিম্বাবোয়ে সফর শেষ হবে ২০ আগাস্ট । তবে ওই সিরিজে বিরাট- রোহিতদের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না । আগামী ২৭ অগাস্ট থেকে শ্রীলঙ্কার শুরু হবে এশিয়া কাপ । ফলে তার আগে ২২ আগাস্ট বিশেষ ম্যাচ হলে দেশের প্রথম সারির ক্রিকেটারদের খেলাতে অসুবিধা হবে না বলেই খবর ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…